আসন্ন ছবি ‘ওয়ার ২’-এর জন্য এখন আলোচনায় কিয়ারা আডবানি। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই ছবিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলারে তার ঝলমলে উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। অ্যাকশন দৃশ্যে যেমন দুর্দান্ত, তেমনি বিকিনি লুকেও নজর কেড়েছেন বলিউড এই অভিনেত্রী।
বড়পর্দায় এই ছবির সুবাদে প্রথমবারের মতো বিকিনিতে দেখা যাবে তাঁকে। ইনস্টাগ্রামে সেকথা তিনি নিজেই লিখেছিলেন তিনি। ‘ওয়ার ২’ পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, কিয়ারা ছাড়াও অভিনয়ে রয়েছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। এ ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, ২০২৫, হিন্দি, তেলুগু ও তামিল ভাষায়।
আরও পড়ুন: ফের ঐতিহাসিক চরিত্রে সায়ক চক্রবর্তী, 'রাণী ভবানী'র রাজ্যপাটে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা অভিনীত বহুল প্রতীক্ষিত স্পাই-অ্যাকশন ছবি ‘ওয়ার ২’-এ বড়সড় পরিবর্তন এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। বোর্ডের নির্দেশে ছবির মোট ছ'টি জায়গায় অডিও ও ভিজ্যুয়াল সম্পাদনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে 'অশ্লীল' সংলাপ মুছে ফেলা এবং একটি আপত্তিকর অঙ্গভঙ্গি দৃশ্য থেকে সরিয়ে দেওয়া।
ছবির গান ‘আওয়ান জাওয়ান’ থেকে কিয়ারা আডবানির বিকিনি পরা দৃশ্যের দৈর্ঘ্যও কমানো হয়েছে। এই সংবেদনশীল দৃশ্য প্রায় নয় সেকেন্ড কমিয়ে দেওয়া হয়েছে, যা মূল দৃশ্যের অর্ধেক সময়ের সমান।
প্রথমে ছবিটি ২ ঘণ্টা ৫৯ মিনিট ৪৯ সেকেন্ড দৈর্ঘ্যে ইউ/এ সার্টিফিকেট পেয়েছিল ৬ আগস্টে। পরে নির্মাতারা স্বেচ্ছায় কিছু অংশ বাদ দিয়ে ছবির দৈর্ঘ্য প্রায় ৯ মিনিট কমিয়ে ২ ঘণ্টা ৫১ মিনিট ৪৪ সেকেন্ডে নিয়ে আসেন এবং পুনরায় সিবিএফসির কাছে জমা দেন।
উল্লেখযোগ্যভাবে, এই ছবিটি পরীক্ষণ কমিটির পরিবর্তে পুনর্বিবেচনা কমিটি (রিভাইজিং কমিটি)-র মাধ্যমে অনুমোদিত হয়েছে। এই কমিটির সভাপতিত্ব করেছেন পদ্মশ্রী রমেশ পাতাঙ্গে। বোর্ড সূত্রে জানা গিয়েছে , ছবির বিষয়বস্তুর উপযোগিতা বজায় রেখেই পরিবর্তন করা হয়েছে যাতে এটি সকল শ্রেণির দর্শকের জন্য গ্রহণযোগ্য হয়।
এই খবর ছড়িয়ে পড়া মাত্রই মন ভেঙেছে কিয়ারার অনুরাগীদের। 'ওয়ার ২'-এর মূল আকর্ষণ হিসেবে ছিল কিয়ারার 'বোল্ড লুক', আর সেখানেই কাঁচি করার বিষয়টি মোটেই ভাল চোখে দেখেননি নেটিজেনরা।
প্রসঙ্গত, প্রেগন্যান্সির ঠিক আগেই, ছবির কাজ করেছেন। কিয়ারার এই ফিগার দেখে মনে হতেই পারে, ক্রাশ ডায়েট দিয়ে এরকম ফিগার পেয়েছেন অভিনেত্রী। তবে এবার কিয়ারার ডায়েটিশিয়ান এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, কঠিন পরিশ্রম ও ব্যালেন্সড ডায়েট দিয়ে এই ফিগার কিয়ারা।
তাহলে কী খেতেন কিয়ারা? ডায়েটিশিয়ান জানালেন যে, ‘কী কী খাবেন কিয়ারা সমস্তটাই ছিল হিসেব করা। তা সে রান্নায় ব্যবহার করা তেল হোক বা পারমেজন চিজ।’
কিয়ারার সকাল শুরু হত প্রোটিন প্যানকেক দিয়ে। যা তৈরি করতে ময়দা নয়, ব্যবহার করা হত ওটস, ওয়ালনাট পাউডার, ম্যাপেল সিরাপের মতো উপকরণ। আর সঙ্গে অনেক ফল। বাড়িতে বানানো হেজলনাট বাটারও থাকত।কিয়ারার ডায়েটিশিয়ানের দাবি, অভিনেত্রীর এই প্যানকেক এত ভাল লেগেছিল যে, বানানোর পদ্ধতিটি ভিডিও বানিয়ে নিয়েছিলেন ইউরোপিয়ান শিডিউলের আগে। যাতে সেখানে গিয়ে ক্রু মেম্বাররা তা বানাতে পারেন।
ডিনারে থাকত চিকেন, সবজি-র মতো নানা খাবার। মধ্যাহ্নভোজ এবং নৈশভোজ গ্রিলড চিকেন, অ্যাসপারাগাস, বেবি পটেটো, অ্যাভোকাডো, এডামামের মতো খাবার থাকত ঘুরিয়ে ফিরিয়ে।
