ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেওয়া চিঠিতে এমনই ইচ্ছার কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। যুবভারতী–কাণ্ডে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ অব্যাহতি চেয়েছেন বলে মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন। তেমনটাই পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সূত্রের খবর, সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী। কুণাল পোস্টে লিখেছেন, ‘‌সূত্রের খবর সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী’‌। অরূপ বিশ্বাস বিনোদন জগতের সঙ্গেও যুক্ত। টলিউডের বহু নায়ক-নায়িকার কাছেই তিনি 'কাছের মানুষ'। 

 

 

অরূপ বিশ্বাস পদ থেকে ইস্তফা দেওয়ায় কী প্রতিক্রিয়া টলিউডের? ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত আজকাল ডট ইন-কে বলেন, "অরূপদা রাজনীতির সঙ্গে জড়িত। আমরা বিনোদন জগতের লোক। তবে অরূপদার অনেক অবদান রয়েছে বিনোদন জগতে। পদ থেকে ইস্তফা দেওয়াটা ওঁর খুবই ব্যক্তিগত বিষয়। নিশ্চয়ই কোনও কারণ আছে, যেটার সঙ্গে আমি অবগত নই। তবে এটুকু বলতে পারি, পদ থেকে ইস্তফা দিলেও বিনোদন জগতের সঙ্গেও ওঁর যে সম্পর্ক রয়েছে, সেটা বরাবরই ভাল থাকবে।" 

 

 

সৌমিতৃষা কুণ্ডুর কথায়, "আমি এখন কলকাতায় নেই। আর এখন রাজনীতির সঙ্গেও সেভাবে জড়িত নই। তাই এই বিষয়ে সত্যিই কিছু বলার নেই।" 

 


সোহেল দত্ত বলেন, "অরূপ বিশ্বাস জানিয়েছেন যে মেসির ওই ঘটনায় তিনি অনুতপ্ত, তাই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে উনি ইস্তফা দিতে চাইছেন। এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়, এখানে আমি কী বলতে পারি? তবে একটা কথা বলব, ওই ইভেন্টটা রাজ্য সরকারের তরফে কিন্তু আয়োজিত হয়নি। এটা একটা প্রাইভেট সংস্থার পক্ষ থেকে আয়োজিত হয়েছিল। তাই দোষ যদি থেকে থাকে, তাহলে সেটা ওই আয়োজকের। তাই অরূপদার এই ঘটনায় খারাপ তো লাগছেই।"

 

তিয়াসা লেপচা বলেন, "অরূপদা আমাদের প্রত্যেকের খুব কাছের মানুষ। উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। তাই এই খবরটা শুনলেও আমার তেমন কিছুই বলার নেই।"

 


প্রসঙ্গত, গত শনিবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। গন্তব্য ছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। ফুটবলের যাদুকরকে একবার চোখের সামনে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মেসিভক্ত।  কিন্তু সেই উন্মাদনার মাঝেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অভিযোগ ওঠে, বহু দর্শক নিজের পকেটের টাকা খরচ করে এলেও মাঠে মেসিকে ঠিকমতো দেখার সুযোগ পাননি। প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। আর সেই অসন্তোষের আগুন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যার আঁচ এসে লাগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিকেও।

 


মেসির সঙ্গে দেখা করতে মাঠে হাজির হয়েছিলেন শুভশ্রী। মনে করা হচ্ছে, বিশেষ আমন্ত্রণ পেয়েই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। শুধু তা-ই নয়। তাঁর পাশে দাঁড়িয়ে লেন্সবন্দিও হয়েছেন রাজ-ঘরনি। ‘ঈশ্বর’ দর্শনের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও। আর তাতেই হিতে বিপরীত। মেসির দর্শন না পাওয়ার ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগীদের একাংশ শুভশ্রীর উপর। এবার সেই কটাক্ষের পরিমাণ বাড়ায় এফআইআর দায়ের করেছেন রাজ চক্রবর্তী।