সংবাদ সংস্থা মুম্বই: ঝলমলে এক আনন্দের দিন মুহূর্তে রূপ নিল বিভীষিকায়! বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১১ জন, গুরুতর আহত কমপক্ষে ৪৭!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয় – গোটা শহরের কাছে যেন ছিল এক উৎসব। কিন্তু বুধবার সন্ধ্যায় সেই উৎসবের মুখেই নেমে এল মৃত্যু। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশাল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন, গুরুতর আহত হন অন্তত ৪৭ জন। স্টেডিয়ামে তখন প্রস্তুতি চলছিল জয় উদ্যাপনের, খেলোয়াড়দের অভ্যর্থনা জানানোর। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের সমুদ্র এক সময় ভেঙে পড়ে বিশৃঙ্খলায়। পদপিষ্ট হয়ে নিহত ১১ দর্শক।
এই ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া। একের পর এক বলিউড তারকা ও ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।
আর. মাধবনের হৃদয়বিদারক প্রতিক্রিয়া -নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লিখেছেন, “এটা ভীষণ হৃদয়বিদারক। শোকস্তব্ধ পরিবারদেরকে জানাই গভীর সমবেদনা। সকলকে অনুরোধ করছি গুজবে কান দেবেন না, দয়া করে প্রশাসনের দিকনির্দেশ মেনে চলুন।”
কমল হাসনের লেখায় ফুটে উঠল বেদনার সুর। টুইটারে কমল লিখেছেন, “বেঙ্গালুরুর এই হৃদয়ভাঙা ট্র্যাজেডিতে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারগুলির প্রতি রইল আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনাই করি।”
Heart wrenching tragedy in Bangalore. Deeply distressed and my heart reaches out to the families of the victims in this moment of grief. May the injured recover soon.
— Kamal Haasan (@ikamalhaasan)Tweet by @ikamalhaasan
চোখ এড়ায়নি বিবেক ওবেরয়ের আবেগঘন পোস্ট - এক দীর্ঘ বার্তায় বিবেক লিখেছেন, “বেঙ্গালুরুর এই পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানোদের জন্য আমাদের হৃদয় বিদীর্ণ। ক্রিকেটের জয়কে কেন্দ্র করে হওয়া এই উৎসবে এমন মৃত্যু সত্যিই মর্মান্তিক। পরিবার ও প্রিয়জনেরা যাঁরা এই অপূরণীয় ক্ষতির মুখোমুখি, তাঁদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শক্তির বার্তা রইল।”
Deepest sorrow fills us as we mourn the lives tragically lost in the Bengaluru stampede. It's truly saddening to lose loved ones, especially during what should have been a moment of collective joy in cricket.
— Vivek Anand Oberoi (@vivekoberoi)
To the families and friends now facing this unimaginable void, our…Tweet by @vivekoberoi
বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন - স্টেডিয়ামে উপস্থিত থাকা কোহলি ইনস্টাগ্রামে লেখেন, “শব্দ নেই... ভীষণ ভেঙে পড়েছি।” তিনি আরসিবি-র তরফে দেওয়া অফিশিয়াল বিবৃতিও শেয়ার করেন, যেখানে এই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে।
