সংবাদসংস্থা মুম্বই: 'লাপতা লেডিজ' ছবিতে ফুল কুমারীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছে নিতাংশী গোয়েল। কিরণ রাও পরিচালিত এ ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ নিতাংশীর। ‘ফুল কুমারী’র চরিত্রে তাঁর সারল্যে ভরা অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। গত বছর মেট গালা ২০২৪-এ উপস্থিত ছিলেন বলিউডের এই অভিনেত্রী। সেখানে ‘ফুল কুমারী’র বেশেই হাজির হয়েছিলেন তিনি।

 

 

 

 

এবার ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক হল নিতাংশীর! কান-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ভারতীয় অভিনেত্রী হিসাবে রেড কার্পেটে পা রাখলেন নিতাংশী। অভিনেত্রীর শ্বেতশুভ্র সাজ, নজর কাড়ল এদিন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর এই লুকের ছবি। ইতিমধ্যেই তা ঝড় তুলেছে নেটিজেনদের মধ্যে। 

 

 

 

 

নিতাংশীর চুলের সঙ্গে বাঁধা ছিল একগুচ্ছ মুক্তমালা। সেই মালায় ছিল বৈজন্তিমালা, নূতন, মধুবালা, হেমা মালিনী, রেখা, শ্রীদেবীর মতো একাধিক স্বর্ণযুগের অভিনেত্রীদের ছবি। তাঁর এই সাজের মাধ্যমে নিতাংশী ফুটিয়ে তুলেছেন, তরুণ প্রজন্মের অভিনেত্রীরা, শিল্প ও শ্রদ্ধার মাধ্যমে পুরনোকে বাঁচিয়ে রাখেন। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিতাংশীর অভিষেক যেন এক নতুন যুগের সূচনার ইঙ্গিত—যেখানে ভারতীয় নারীরা কেবল দর্শনীয় নন, বরং প্রতিনিধিত্ব করছেন আত্মবিশ্বাসে, প্রতিভায়, এবং ব্যক্তিত্বে।