নিজস্ব সংবাদদাতা: ইপ্সিতা মুখোপাধ্যায় বললেই দর্শকের মনে পড়ে যায় ‘কেয়াপাতার নৌকো’ ধারাবাহিকে লাবণ্যময়ী ‘কিরণ’ চরিত্রকে। প্রথম ধারাবাহিক ‘সুবর্ণলতা’ থেকেই ইপ্সিতা বাঙালির অন্দরমহলে পছন্দের মুখ। তাঁকে দেখা গিয়েছে ‘এক্কাদোক্কা’, ‘ধুলোকণা’, 'জল থইথই ভালবাসা'র মতো জনপ্রিয় ধারাবাহিকে।
ছোটপর্দায় পর পর সাফল্যের পর ২০২২ সালে বড় পর্দায় পা রাখেন ইপ্সিতা, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির হাত ধরে। মাঝে তিন বছরের বিরতি। ইপ্সিতা ফের বড়পর্দায়। এবার তাঁকে দেখা যাবে অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে।
সূত্রের খবর, আরও একবার ছোটপর্দায় ফিরছেন তিনি। তবে নতুন ধারাবাহিকের নায়িকা হয়ে নয়। পুরনো মেগায় পার্শ্ব চরিত্রে দেখা যাবে ইপ্সিতাকে। জানা যাচ্ছে, জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে একটি চরিত্রে আসছেন তিনি। গল্পে তিনি নায়ক অর্থাৎ ধ্রুবর সহকর্মী। ধ্রুবর মতো তিনিও আইনজীবী। তবে তাঁর চরিত্রটি ধ্রুব ও জোনাকির মধ্যে দূরত্ব তৈরি করবে না। বরং ইতিবাচক চরিত্রেই দেখা যাবে ইপ্সিতাকে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই একদিনের শুটিং শেষ করেছেন তিনি। খুব তাড়াতাড়ি পর্দায় সম্প্রচারিত হবে 'মিত্তির বাড়ি'র নতুন পর্ব। সেখানেই নতুন রূপে ধরা দেবেন ইপ্সিতা মুখোপাধ্যায়।
