এবার জি বাংলার মহালয়ায় দেবী রূপে যে ইধিকা পালই থাকছেন, সেই খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। জানা গিয়েছিল ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'মহালয়া'র শুটিং। খুব তাড়াতাড়ি নতুন অবতারে সামনে আসছে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ইনিকা যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাঁদের মধ্যে অন্যতম অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল। এছাড়াও থাকবেন জি বাংলার আরও নায়িকারা।
ইধিকার বিপরীতে 'মহাদেব' রূপে কাকে দেখা যাবে, সেই নিয়ে দর্শক মহলে প্রশ্ন উঠলেও ইতিমধ্যেই জানা গিয়েছে এক নায়কের নাম। এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা রণজয় বিষ্ণুকে। তবে চমক এখনও শেষ হয়নি। এবার মহালয়ায় 'মহিষাসুর' রূপে দেখা যেতে চলেছে আরও এক জনপ্রিয় অভিনেতাকে। সূত্রের খবর, এই চরিত্রের জন্য ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন অভিনেতা রুবেল দাস। এই মুহূর্তে দর্শক রুবেলকে দেখছেন 'তুই আমার হিরো' ধারাবাহিকের মুখ্য চরিত্রে। 'সুপারস্টার শাক্যজিৎ' রুবেল এবার 'মহিষাসুর'! এই প্রথমবার দর্শক এই রূপে দেখতে চলেছেন তাঁকে।

ছোটপর্দায় বহু বছর ধরে কাজ করছেন রুবেল। 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে তাঁর পরিচিতি তৈরি হয়। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে জনপ্রিয়তা গড়ে ওঠে তাঁর। 'নিম ফুলের মধু' ধারাবাহিকে দর্শকের থেকে পেয়েছিলেন দারুণ ভালবাসা। ওই ধারাবাহিক শেষ হতে না হতেই 'তুই আমার হিরো'তে একেবারে ভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন তিনি। এবারের মহালয়ায় তাই 'মহিষাসুর' রূপে যে বিরাট চমক দিতে চলেছেন রুবেল, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: প্রেমে পড়লেন উরফি জাভেদ! চেনেন তাঁর দিল্লিবাসী ‘লাজুক’ প্রেমিককে?
২০২২ সালের পর, ২০২৪ সালে আবারও দুর্গা রূপে জি বাংলায় দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে ছোটপর্দায় কোয়েল মল্লিকের পর, দুর্গা হিসেবে সবচেয়ে জনপ্রিয় শুভশ্রীই, সে বিষয়ে সন্দেহ নেই। এবার মহালয়ার প্রস্তাব গিয়েছিল তাঁর কাছেও। তবে এই মুহূর্তে ছবি ও সিরিজের শুটিংয়ের কাজে ব্যস্ত শুভশ্রী। তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কথা ছিল, কৌশানী মুখোপাধ্যায়ের দুর্গা হওয়ার। তবে চ্যানেলের তরফেই নাকি আর কথা এগোয়নি। শেষ পর্যন্ত ইধিকাকেই চূড়ান্ত করেছে জি বাংলা। এই প্রথমবার দুর্গা রূপে দর্শকমনে জায়গা করতে পারবেন ইধিকা? সেটাই এখন দেখার। তবে মহাদেব ও মহিষাসুরের চরিত্রেও যেহেতু দর্শকের পছন্দের অভিনেতারা রয়েছেন, তাই এবারের জি বাংলার 'মহালয়া' যে বেশ জমজমাট হতে চলেছে তা বলাই যায়।
প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল। এবার আরও একবার স্টার জলসার 'মহালয়া'য়' 'মহিষাসুরমর্দিনী' রূপে দেখা যেতে চলেছে তাঁকে। কোয়েলের বিপরীতে 'মহাদেব' রূপে থাকছেন স্টার জলসার 'পরশুরাম'। অর্থাৎ এই চরিত্রে দর্শক পেতে চলেছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে।
