নিজস্ব সংবাদদাতা: ২০১৪ সালের ১৭ জানুয়ারি মুক্তি পায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'জাতিস্মর'। সৃজিতের এই জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় প্রমুখ। এই ছবির গান সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।

 

 

ছবির ১১ বছর পার হলেও আজও দর্শকের মনে জায়গা করে আছে গল্পের চরিত্ররা। টলিপাড়ার কানাঘুষো, আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তকে নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত। 

 


যদিও 'জাতিস্মর'-এ শুধু নয়, 'দশম অবতার'-এও প্রসেনজিৎ-যিশুর জুটিকে নিয়ে কাজ করেছেন পরিচালক‌‌। জানা যাচ্ছে, এবারও ছবিতে রহস্যের গন্ধ আনছেন সৃজিত। মুখ্য দুই চরিত্রে প্রসেনজিৎ-যিশু থাকলেও নায়িকার চরিত্রে কে থাকছেন তা এখনও খোলসা নয়। 

 


এদিকে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গেও ফের পর্দায় কাজ করার কথা আছে পরিচালকের। তাই এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের গুঞ্জন, হয়তো একফ্রেমে ধরা দেবেন প্রসেনজিৎ-যিশু ও স্বস্তিকা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন পরিচালক থেকে কলাকুশলীরা।