নিজস্ব সংবাদদাতা: বাস্তবতার ভিড়ে কি ফিকে হয়ে যাচ্ছে প্রেম? হারিয়ে যাচ্ছে মনের গহনে থাকা অনুভূতি? প্রশ্ন ওঠে মাঝেমধ্যেই, তবে উত্তর কই? আর বন্ধুত্ব? সেই বা এখন কোথায়? যদিও এই সব প্রশ্নের জবাব দিতে আসছে নতুন গল্প, নতুন ছবি।
চার বন্ধু, গভীর বন্ধুত্ব আর শহরের বুকে মিষ্টি প্রেম। এই সবকিছু নিয়েই আসছে পরিচালক সৌম্যজিৎ আদকের আগামী ছবি 'টেক কেয়ার ভালোবাসা'। ছবির চার মুখ্য চরিত্রে দেখা যাবে শোলাঙ্কি রায়, সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার ও শ্রীমা ভট্টাচার্যকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রানা বসু ঠাকুর। থাকছেন টলিপাড়ার বহু পরিচিত মুখ।
চারজনের জীবনে বন্ধুত্ব-প্রেমের সমীকরণ ঠিক কেমন হবে? কার হিসাব মিলবে? কে-ই বা জীবনের অঙ্কে হিমশিম খাবে? এই নিয়েই এগোবে ছবির গল্প। রথযাত্রার শুভদিনেই হচ্ছে ছবির মহরত। খুব তাড়াতাড়ি শহরের আনাচেকানাচে শুরু হবে ছবির শুটিং।
টলিউডের দর্শক এর আগে বহু বন্ধুত্বের ছবি দেখেছেন। প্রেমের ছবিও দেখেছেন। তবে এই ছবির গল্পে দুইয়ের মিশেল কতটা জমজমাট হয়, এখন সেটাই দেখার।
