নিজস্ব সংবাদদাতা: দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা ও জি বাংলায় আসছে একই গল্পকে ভিত্তি করে ধারাবাহিক। 'রাণী ভবানী'র গল্প বলতে আসছে জি বাংলা। একইভাবে, স্টার জলসায় আসছে 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'।
যদিও জি বাংলার এই ধারাবাহিকের কাজ এখনও শুরু হয়নি। তবে ইতিমধ্যেই সামনে এসেছে স্টার জলসার 'রাণী ভবানী'র প্রথম প্রোমো। সূত্রের খবর, স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে।
বড়পর্দা থেকে ওটিটি মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন রাজনন্দিনী। এবার পালা ছোটপর্দার টিআরপি-তে জায়গা দখল করার। এই ঐতিহাসিক চরিত্রের মাধ্যমেই ছোটপর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রীর। প্রথম প্রোমোতেই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ইতিহাসে রাণী ভবানীর স্বামী ছিলেন রাজা রামকান্ত মৈত্র। তাঁদের বিয়ের কয়েক বছরের মধ্যেই মারা যান তিনি। এরপর থেকেই জমিদারি সামলানো থেকে শুরু করে শত্রুর নিধন, সবটাই একা হাতে সামলান রাণী ভবানী। ধারাবাহিকের প্রথম প্রোমো সামনে আসতেই দর্শকের মনে কৌতূহল ছিল কে হচ্ছেন রাজা রামকান্ত?
সূত্রের খবর, এই চরিত্রে দেখা যাবে অভিনেতা সায়ন বসুকে। এর আগে দর্শক তাঁকে দেখেছেন স্টার জলসার ধারাবাহিক 'দুই শালিক'-এ 'গৌরব'-এর চরিত্রে। 'দুই শালিক' শেষ হতেই রাজনন্দিনীর বিপরীতে নতুন ধারাবাহিকে আসছেন সায়ন। ইতিমধ্যেই হয়েছে তাঁর লুক সেট। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আসছে 'রাণী ভবানী'র দ্বিতীয় প্রোমো।
