বড়পর্দায় তাঁদের দু'জনকেই দর্শক দেখেছেন নানা চরিত্রে। সিরিজেও বিভিন্ন রূপে ধরা দিয়েছেন তাঁরা। টলিউডের নবীন প্রজন্ম ঋদ্ধি সেন ও অঙ্গনা রায়। এতদিন তাঁরা দর্শকের মন জয় করেছেন আলাদাভাবে। এবার একসঙ্গে জুটি বাঁধার পালা। বড়পর্দায় একসঙ্গে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। পরিচালনায় ব্রাত্য বসু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি লেখাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে তাঁর আগামী ছবি। ছবির নাম 'শিকড়'। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন।
শিকড়ের টানে ঘরে ফেরার গল্প বলবে এই ছবি। এ ছবিতে আরও অন্যান্য চরিত্রে দেখা যাবে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরীকে। গল্পের মোড়ে এক প্রবীণের জীবনে ফিরে আসবেন তাঁর প্রেমিকা। এদিকে, ওই প্রবীণের সংসার-সন্তান সবই আছে। এই চরিত্রে দেখা যাবে লোকনাথকে। তাঁর প্রেমিকার চরিত্রে ‘ব্যান্ডিট কুইন’ সীমা বিশ্বাস। চমকের আরও বাকি। ছবিতে লোকনাথের ছেলের ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সূত্রের খবর, এই ছবিতে ফের দেখা যাবে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকেও।
এ ছবির গল্পে ফুটে উঠবে দুই প্রজন্মের ভালবাসার ফিলোসফি। দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গি ঠিক কীভাবে মিলবে, বা মিলবে কিনা সেই নিয়েই চলবে গল্পের টানাপোড়েন। এর মাঝেই বিভিন্ন চরিত্রদের মিশেলে এই ছবির গল্প হয়ে উঠবে এক অনন্য সংমিশ্রণ।
আরও পড়ুন: নতুন নায়ক এল 'জগদ্ধাত্রী'তে, এবার জমবে 'দুর্গা'র প্রেম! ধারাবাহিক থেকে কি বাদ পড়বে 'স্বয়ম্ভূ'?
প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে সীমা বিশ্বাসকে দর্শক আরও একবার পেতে চলেছেন একেবারে অন্য ভূমিকায়। আগামীতে তাঁকে দর্শক দেখতে চলেছেন 'রক্তবীজ ২' ছবিতে ওপার বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকায়। অন্যদিকে, সিরিজ থেকে সিনেমার জগতে এখন লোকনাথ দের নাম চোখে পড়েই। বিভিন্ন চরিত্রে বারবার দর্শকের মন কাড়ছেন অভিনেতা। এদিকে, চঞ্চল চৌধুরীকেও 'পদাতিক'-এর পর এপার বাংলার ছবিতে আরও একবার দেখা যেতে চলেছে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকেও।
এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বেঁধে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। নিজ নিজ ক্ষেত্রে অভিনয় করে বারবার দর্শকের থেকে প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। এমনকি তাঁদের অভিনীত চরিত্ররা সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে। এই প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধে ঠিক কেমনভাবে ধরা দিতে চলেছেন তাঁরা? তা তো সময়ই বলবে।
জানা গিয়েছে, এই ছবির শুটিং হবে কলকাতা, বোলপুর, বারাণসীতে। ২০২৩ সালে 'হুব্বা' ছবির পরিচালনার পর এবার এই ছবির কাজ শুরু করেছেন ব্রাত্য বসু। 'হুব্বা'র গল্পের সময়টা আটের দশক। অপরাধ জগতে ধীরে ধীরে উত্থান হয় হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলের। সেই সময় কলকাতার নিকটবর্তী মফঃস্বল কোন্নগর ও রিষড়ায় গঙ্গার ধার বরাবর ও এক্সপ্রেসওয়ের দিকে একাধিক কারখানা ছিল। সেখানকার শ্রমিকদের থেকেই হপ্তা তুলে অপরাধ জগতে হাতেখড়ি শ্যামলের। নয়ের দশকে তার ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে এলাকায় ঘটতে শুরু করে তোলাবাজি, ডাকাতি, খুনের মতো একাধিক অপরাধমূলক ঘটনা। অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই হুব্বা শ্যামলের কাহিনীই পর্দায় তুলে এনেছিলেন পরিচালক ব্রাত্য বসু। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে।
