নিজস্ব সংবাদদাতা: 'ব্যোমকেশ'-এর 'অজিত' উপন্যাস লিখতেন। নীলোৎপল ঠিক কী লিখছেন? এই প্রশ্নের উত্তর দর্শক পাবেন 'অজান্তে'। আসছে পরিচালক মৈনাক পাল-এর দ্বিতীয় ফিচার ফিল্ম 'অজান্তে'। ছবিতে লেখকের চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার 'রাঙ্গামতি'। মনিষা মণ্ডলকে এখন দর্শক দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'রাঙ্গামতি তীরন্দাজ'-এ নায়িকার চরিত্রে। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় যাত্রা শুরু করছেন মনিষা। ছবিতে রাহুলের সঙ্গে পর্দা ভাগ করতেও দেখা যাবে তাঁকে।
ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছবিতে আবারও একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটির একসময় রাইটার্স ব্লক আসে, সেইসময় সে নিজেকে আসতে আসতে সমাজের থেকে গুটিয়ে নিতে থাকে। এরপর তার জীবনে এক পরিবর্তন আসে। এই নিয়েই এগোয় গল্প।"
দ্বিতীয় ফিচার ফিল্ম নিয়ে পরিচালক মৈনাক পাল বলেন, "ছবিটার মধ্যে সাইকোলজিক্যাল থ্রিল থেকে শুরু করে ছাপোষা গল্পের ছোঁয়া পাবেন দর্শক। রাহুল (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) যেভাবে নিজেকে ভেঙেছে এই চরিত্রের জন্য সত্যিই প্রশংসনীয়। আরও একজন ছাড়া এই ছবির ভাবনাই আসত না, তিনি হলেন আমার সহ পরিচালক অনামিক সাহা। আশাকরি, ছবিটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।"
আর পি এস প্রডাকশনের ব্যানারে প্রযোজক রাখি পালের হাত ধরে আসছে এই ছবি। উত্তরবঙ্গ ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং। ইতিমধ্যেই শেষ হয়েছে ডাবিং। চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা ছবিটির।
