নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'দুই শালিক' টিআরপি তালিকায় সেভাবে জায়গা করতে না পারলেও দর্শকের মন জয় করেছে। অল্প দিনেই দুই বোন আঁখি ও ঝিলিককে দারুণ ভালবাসা দিয়েছেন সিরিয়ালপ্রেমীরা।
যমজ দুই বোন আঁখি ও ঝিলিককে নিয়ে এগোচ্ছে গল্প। সঙ্গে রয়েছে তাদের মনের মানুষ দেবা ও গৌরব। আঁখি লড়াই করতে ভয় পায়, অন্যদিকে ঝিলিক ছোট থেকে লড়াই করেই বড় হয়েছে। যদিও দুই বোনের ছাড়াছাড়ি হয় জন্মের পরেই। ভিন্ন খাতে জীবনের তরী বইলেও, ঘটনাচক্রে ফের এক হয় তারা।
একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। অন্যদিকে, আঁখিকে চোখে হারায় দেবা। ঝিলিক-গৌরবের প্রেমও জমে উঠেছে ধীরে ধীরে। গল্পের নিত্য নতুন মোড়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের দুই জুটি।
তবে এবার এল মন খারাপের খবর। জানা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এই মেগা। যদিও এর আগেও একবার 'দুই শালিক' শেষের গুঞ্জন উঠেছিল। কিন্তু সেই সময় নতুন চমক নিয়ে হাজির হয় আঁখি-ঝিলিক। তবে এবার তা হচ্ছে না। সূত্রের খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই হবে শেষদিনের শুটিং। মাত্র সাত মাসেই ইতি টানল এই ধারাবাহিক। জানা যাচ্ছে, এই মেগার জায়গায় সম্প্রচারিত হবে 'বুলেট সরোজিনী'।
