নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'বুলেট সরোজিনী'। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অর্ণব বন্দ্যোপাধ্যায়, দিয়া বসু ও অভিষেক বীর শর্মাকে। এদিকে, মা হওয়ার পর স্টার জলসার ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের মাধ্যমে কর্মজগতে নতুন অধ্যায় শুরু করেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। তবে ধারাবাহিক শুরুর একমাস সম্পূর্ণ হওয়ার আগেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী। সমাজমাধ্যমে নিজেই এই খবর জানালেন অভিনেত্রী।

 

 

 

 

ধারাবাহিকে 'রাগিনী'র চরিত্রে একদম অন্য লুকে দেখা গিয়েছে তাঁকে। তবে ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। মুখবদলের দাবি জানাতে শুরু করেন সাধারণ মানুষ। যদিও ট্রোলিংয়ে কখনই পাত্তা দেন না শ্রীময়ী। তবে এবার শ্রীময়ী সমাজমাধ্যমে লেখেন, “আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম, আজকে আমি চ্যানেল এবং হাউজের সাথে কথা বলে এনওসি দিলাম, এখানে কোন ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়, আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই।"

 

 

 

 

শ্রীময়ী না হয় সরে এলেন ধারাবাহিক থেকে, কিন্তু 'রাগিনী'র চরিত্রে এবার কাকে দেখা যাবে? ইতিমধ্যেই এসেছে সেই খবর। সূত্রের খবর, অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এই চরিত্রে। খুব কম দিনের মধ্যেই কথাবার্তা পাকা করে শুটিং শুরু করছেন অভিনেত্রী। এবার নতুন 'রাগিনী'কে কতটা মনে ধরে দর্শকের সেটাই দেখার।