নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ 'আর্য সিংহ রায়'-এর চরিত্রে দর্শক দেখছেন অভিনেতা জীতু কামালকে। সদ্য মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় 'গৃহপ্রবেশ'। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জীতু। তাঁর বিপরীতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিতে দু'জনের জুটির প্রেমের সমীকরণ দেখিয়েছেন পরিচালক। 

 

 

 

জীতুকে দেখার কথার ছিল স্পোর্টস ড্রামায়। পরিচালক অনীক দত্তর হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছিল জীতুর। 'অপরাজিত' ছবিতে পর্দায় সত্যজিৎ রায়কে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা। সেই পরিচালকের হাত ধরেই স্পোর্টস ড্রামায় দর্শক দেখতে পেতেন তাঁকে। 

 

 

জীতু জানান, সইফ আলি খানের বাবা, ক্রিকেটার মনসুর আলি খানের বায়োপিক তৈরির ভাবনায় ছিলেন অনীক দত্ত। আর মুখ্য চরিত্রে তাঁকে ভাবা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে এই ছবি। 

 

 

 

মনসুর আলি খান ছিলেন কিংবদন্তি ক্রিকেটার। দেশকে নেতৃত্ব দিয়েছেন। মনসুর আলি খান পতৌদি দেশের কনিষ্ঠতম ক্যাপ্টেনও ছিলেন। শুধু তাই নয়, একটি চোখ কমজোরি হয়ে যাওয়ার পরও ক্রিকেট ছাড়েননি। এক চোখেই বিশ্ব মাতিয়েছেন। নবাব মনসুর আলি খান পতৌদির ব্যাটিং, ক্যাপ্টেন্সির পাশাপাশি ফিল্ডিং অন্যতম আলোচনার বিষয়। দেশের বাইরে লড়াইয়ের রাস্তা দেখিয়েছিলেন কিংবদন্তি পতৌদি। তাঁকেই পর্দায় ফুটিয়ে তোলার কথা ছিল জীতুর।

 

 

 

প্রসঙ্গত, বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন জীতু। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে তাঁর চরিত্রটি দর্শক মনে একটু একটু করে জায়গা করে নিয়েছে। প্রতিটি চরিত্রের জন্য বারবার নিজেকে ভাঙা-গড়ায় বিশ্বাসী অভিনেতা। তিনি জানান, পরিচালকের ইচ্ছেই তাঁর কাছে শেষ কথা।