নিজস্ব সংবাদদাতা: এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন 'অনুসন্ধান'। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই খবর আগেই এসেছিল হইচই-এর 'গল্পের পার্বণ'-এ। এই সিরিজে উঠে আসবে কারাগারে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর কাহিনি। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের মুখ্য চরিত্রে একেবারে অন্য অবতারে ধরা দিতে চলেছেন শুভশ্রী। 

 

গল্পের মোড়ে থাকছেন এক ঝাঁক টলি তারকারা। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। এছাড়াও থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায় ও অরিত্র দত্ত বণিককে। 

 

এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। 'অনুসন্ধান'-এর হাত ধরে বহু বছর পর অভিনয়ে দেখা যাবে অরিত্রকে। এই সিরিজের হাত ধরে নতুন করে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অরিত্র। ইতিমধ্যেই চলছে শুটিং শুরুর প্রস্তুতি। পুজোর আগেই হইচই-এ মুক্তি পেতে চলেছে এই সিরিজ। বরাবরই অদিতি রায়ের পরিচালনায় নারী শক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছেন দর্শক। এই সিরিজেও যে তারই প্রভাব থাকবে, তা বলাই বাহুল্য।