নিজস্ব সংবাদদাতা: অনস্ক্রিন 'মা' অপরাজিতা আঢ্যকে বাস্তবেও মায়ের চোখেই দেখেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। একইভাবে, প্রিয়াঙ্কাকে আদর-যত্নে নিজের মেয়ের জায়গাটা দিয়েছেন অপরাজিতা।
স্টার জলসার জনপ্রিয় 'মা' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। মা ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রের নান ছিল 'বুবলি'। সেই থেকেই মা-মেয়ের সম্পর্ক অফস্ক্রিনেও জমে ওঠে। অপরাজিতার বাড়ির নানা অনুষ্ঠানে দেখা যায় প্রিয়াঙ্কাকে। মাঝেমধ্যেই একটু সময় কাটাতে দু'জন বেরিয়ে পড়েন।
বহুদিন আগেই বলিপাড়ায় পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা। মাঝেমধ্যেই মেয়ের সঙ্গে দেখা করতে মায়ানগরীতে হাজির হন অপরাজিতা। শেষবার দেখা করতে গিয়ে দু'জন একসঙ্গে কাজের পরিকল্পনাও সেরে ফেলেছেন।
প্রিয়াঙ্কার উদ্যোগে এই প্রথমবার মিউজিক ভিডিওতে দেখা যাবে অপরাজিতাকে। এখন ব্যস্ততার জন্য মাকে সময় দিতে পারে না মেয়ে। কিন্তু তাই বলে কি আলগা হয় মা-মেয়ের সম্পর্ক? এই প্রশ্নের উত্তর দিতে আসছে এই মিউজিক ভিডিওটি। নারী দিবসে মুক্তি পাওয়ার কথা এটির। মা-মেয়ের মিষ্টি সম্পর্ককে আরও একবার ফুটিয়ে তুলছেন অপরাজিতা-প্রিয়াঙ্কা।
