নিজস্ব সংবাদদাতা: ছবির জগতে বিভিন্ন ধাঁচ এখন চোখে পড়ার মতো। চেনা ছকের বদলে এখন নজর কাড়ছে বাস্তবের কাহিনি নিয়ে তৈরি ছবি। তাই সেই ধারায় এগিয়ে চলছেন টলিউডের পরিচালকরা। এবার এই দলে নাম লেখালেন দেয়ালী মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় আসছে বাস্তবতার প্রেক্ষাপটে এক ছবি। নাম 'নতুন গুড়'।

 


নামের মতোই মিষ্টি প্রেম ফুটে উঠবে ছবির গল্পে। মুখ্য চরিত্রে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত ও রায়েতি ভট্টাচার্যকে। সূত্রের খবর, বছরের প্রতিটি মরশুমকে সাক্ষী রেখে তৈরি হচ্ছে এই ছবি। তাই বছরভর চলছে শুটিং।

 


জানা যাচ্ছে, হারিয়ে যাওয়া সম্পর্কের বন্ধনের গল্প বলবে এই ছবি। কঠিন বাস্তবের ভিড়ে এখন ফিকে হয়ে এসেছে ছিমছাম ভালবাসা। সেই সহজ প্রেমের ছবিই ফুটে উঠবে গল্পে। অনিন্দ্য-রায়তি ছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খ্যাতনামা তারকাদের। 

 


এই ছবির মাধ্যমেই প্রথম পূর্ণদৈর্ঘ্যর ছবিতে পরিচালনায় অভিষেক হতে চলেছে দেয়ালী মুখোপাধ্যায়ের। এখনই এই বিষয়ে বিশদে মুখ খুলতে নারাজ ছবির কলাকুশলীরা।