নিজস্ব সংবাদদাতা: রহস্য-রোমাঞ্চে ভরপুর ওটিটি প্ল্যাটফর্মগুলো। এখন দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই এই ঘরানাকে বেছে নিচ্ছেন বেশিরভাগ পরিচালক। এই দলে নাম লেখালেন পরিচালক সৌম্যজিৎ আদকও।‌ আসছে তাঁর থ্রিলার সিরিজ 'সন্ধে নামার পরে'‌।

 

 

দর্শু ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন এই সিরিজ। অনুভব ঘোষের লেখায় ও সৌম্যজিতের পরিচালনায় গল্পে উঠে আসবে টানটান রহস্য। থাকবে দারুণ টুইস্টও। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমৃতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, ঐশ্বর্য সেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রান্তিক বসু ও রানা বসু ঠাকুর। 

 

কয়েক বছর আগেই এই সিরিজের শুটিং সেরেছিলেন পরিচালক। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা নিয়ে জটিলতা চলছিল। অবশেষে রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্ট-এর ব্যানারে দর্শু ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। 

 


ছবি ও সিরিজের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন মুখ্য তিন অভিনেতাই। অমৃতা, সোমরাজ ও ঐশ্বর্যকে দর্শক দেখেছেন বহু ক্ষেত্রে। মুক্তির অপেক্ষায় রয়েছে অমৃতার 'ভূতপূর্ব'। সোমরাজ মাইতির 'দেবী'। দুই অভিনেতা-অভিনেত্রীকেই দুই ভৌতিক ঘরানার ছবিতে আগামীতে দেখবেন দর্শক। অন্যদিকে, ঐশ্বর্যকে দর্শক শেষ দেখেছেন 'আমার বস' ছবিতে।