আবারও আদালত চত্বরে জমবে ঠিক-ভুলের খেলা। সত্যিকে সবার সামনে আনার জন্য আবারও সমাজের বিরুদ্ধে লড়তে দেখা যাবে অ্যাডভোকেট অচিন্ত্য আইচকে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় সিজন। বরাবরের মতোই কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। সঙ্গে অবশ্যই দেখা যাবে খেয়া চট্টোপাধ্যায় ও দেবরাজ ভট্টাচার্যকে। 

 


আগের দুটি সিজনেই দেখা গিয়েছিল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যামিও। এবার তিন নম্বর সিজনেও তিনি থাকছেন কিনা, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩'-এর ঘোষণা হবে। যদিও এখনও পর্যন্ত শুটিং শুরু হয়নি সিরিজের। তাই মনে করা হচ্ছে, ঘোষণার পরেই মুক্তির তারিখ অনুযায়ী শুটিং শুরু হবে। 

 


প্রথম ও দ্বিতীয় সিজন দেখে দর্শক বুঝে গিয়েছেন অচিন্ত্য আইচ সাধারণ আইনজীবী নয়। চোখের সামনে লুকিয়ে থাকা সত্যিকেই সে সবার সামনে তুলে ধরে। শুধু আইনি লড়াই নয়,এই সিরিজের বিশেষত্ব হল অচিন্ত্য আইচের চরিত্রের নানা মজার কারসাজি। যদিও কমেডি টাইমিং চূড়ান্ত দেবরাজ ভট্টাচার্যেরও। দু'জনের মিশেলেই এই সিরিজের গল্পে দর্শক রসবোধ খুঁজে পান। 

 


গতবারের গল্পে দেখা গিয়েছিল এক কিশোরীর নৃশংস ধর্ষণ ও খুনে অভিযুক্ত হয়েছিল বাড়িরই ড্রাইভার। দিন কাটছিল ফাঁসির অপেক্ষায়। ঘটনার প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়েছিল গোটা কলকাতা। রাত দখলের ডাক দিয়ে পথে নেমেছিল গোটা শহর। প্লাকার্ডে-স্লোগানে একটাই দাবি, ‘উই ওয়ান্ট জাস্টিস’। 

 


 

সিরিজের দ্বিতীয় সিজনে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’-এর এই দুই দৃশ্য দর্শককে মনে করিয়েছিল দুটি ঘটনা। প্রথমটা ফিরিয়ে নিয়ে গিয়েছে ১৯৯০-এর সাড়া জাগানো হেতাল পারেখ ধর্ষণ-হত্যাকাণ্ড এবং তার জেরে ২০০৪-এ বাড়ির নিরাপত্তা রক্ষী ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসির ঘটনার দিনগুলোয়। আর পরেরটা আরজিকর-কাণ্ডের জেরে উত্তাল কলকাতায়। যে দুটো ঘটনার স্মৃতিকে অবলীলায় এক সুতোয় গেঁথে দিয়েছিল হইচইয়ের এই জনপ্রিয় অরিজিনাল সিরিজের দ্বিতীয় সিজন। এবং শেষপাতের ট্যুইস্টে আরও এক বার মাস্টার স্ট্রোক দিয়েছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। তবে এবারের সিজনেও কি কোনও সত্য ঘটনা উঠে আসবে? নাকি কল্পনাই বাস্তব রূপ পাবে? তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।