নিজস্ব সংবাদদাতা: ঘোষণার পর থেকেই 'মৃগয়া' নিয়ে আগ্রহ বাড়ছিল দর্শকমহলে। একে মার্ডার মিস্ট্রি তার উপর কপ-অ্যাকশন থ্রিলার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জী এবং রিজওয়ান রব্বানি শেখ। এছাড়াও ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস-কে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ।

 


কলকাতা পুলিশে কর্মরত আধিকারিক দেবাশিস দত্তের সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে ‘মৃগয়া’র গল্প। কলকাতার এক অঞ্চলে রহস্যজনক মৃত্যু ঘটে এক তরুণীর। সেই সাক্ষীহীন, রহস্যজনক খুনের তদন্তে নেমে ধীরে ধীরে বিপজ্জনক অনেককিছুর সন্ধান পাওয়া শুরু করে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। 

 


রহস্যে মোড়া গল্পের সূত্রধর হিসাবে থাকবে একটি আইটেম গান। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে থাকবে সেই গানটি। এই গানের তালে পা মেলাতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই প্রথমবার আইটেম নাচবেন অভিনেত্রী। মডেলিং থেকে পথ চলা শুরু সুস্মিতার। একে একে নানা ধরনের ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। জানা যাচ্ছে, এই প্রথমবার আইটেম নাচে নাকি একেবারে অন্য অবতারে ধরা দেবেন সুস্মিতা।

 


প্রসঙ্গত, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার এবং সুস্মিতা রায়,নবাগতা অনন্যা ভট্টাচার্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে বড়পর্দায় মুক্তি পাবে ‘মৃগয়া’।