সংবাদ সংস্থা মুম্বই: আজ ৭৭তম সেনা দিবস। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধান হিসাবে ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি দায়িত্ব নিয়েছিলেন জেনারেল কেএম কারিয়াপ্পা। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর হয় সেনা দিবস কুচকাওয়াজ। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সানি দেওল। জওয়ানদের নিয়ে পোস্ট করেছেন বরুণ ধাওয়ানও। এদিন বর্ডার ২ শুটিংয়ের ফাঁকে  ভারতীয় জওনদের সঙ্গে কাটালেন সানি। গল্প-আড্ডায় মাতলেন। লড়লেন পাঞ্জা। সমাজমাধ্যমে সানির পোস্ট করা একাধিক ভিডিওর একটিতে দেখা যাচ্ছে জওয়ানদের সঙ্গে সুর মিলিয়ে 'ভারত মাতা কী জয়' বলে উঠছেন তিনি। ছবির ক্যাপশনে লিখলেন, " তখন, এখন এবং সবসময় আমাদের নায়ক ভারতীয় সেনাকে কুর্নিশ।" বরুণ ছবির পোস্টে লিখেছেন, " আমাদের দেশের সত্যিকারের নায়কদের কুর্নিশ।" বরুণের ছবিটি যে 'বর্ডার ২' -এর শুটিংয়ের ফাঁকেই তোলা সেকথা বলাই বাহুল্য। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sunny Deol (@iamsunnydeol)