নিজস্ব সংবাদদাতা: প্রথমবার টলিউডে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক। বাংলা ছবির জগৎ পেতে চলেছে আরও এক নতুন জুটিকে। ছবির নাম 'কেয়ার অফ এ জার্নি'। পরিচালনায় প্রতীক সরকার।
গল্পে এক অসমবয়সি বন্ধুত্বের ছবিও ফুটে উঠবে। বনি-দর্শনার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরীকে। এই ছবির গল্পে পাটু, এক ছোট্ট ছেলে, বাংলার এক প্রত্যন্ত গ্রামে ঠাকুমার সঙ্গে থাকে। মা নেই, বাবা বহু আগেই ছেড়ে চলে গিয়েছে শহরে। মন মানে না, বারবার খোঁজে বাবাকে। আর ঠিক সেই চাওয়ার টানেই এক গরমের ছুটিতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সে—একদম শহরের উদ্দেশ্যে। কিন্তু অচেনা এই শহরে কে আছে তার? কেউ না! তবে হঠাৎই দেখা হয় বামার সঙ্গে, যে হয়ে ওঠে তার পথের সাথী। এরপর কোন দিকে এগোবে তাদের গল্প সেই কাহিনি ফুটে উঠবে ছবিতে।
নতুন চরিত্র নিয়ে অভিনেএী দর্শনা বনিক বলেন,"এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনও সীমা হয় না। বামা ও পাটুর সঙ্গে রুমেলার বন্ধুত্ব এই ছবির মূল গল্প। খুব সাদামাটা গল্প বলবে এই ছবি। একটু ভিন্নধর্মী চরিত্রের খোঁজ সব অভিনেত্রীদেরই থাকে,আমার কাছে রুমেলার চরিএ খুবই চ্যালেঞ্জিং। আশা করছি দর্শকের ভাল লাগবে।"
প্রসঙ্গত, ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। ছবিটি মুক্তি পাবে 'মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক' এর ব্যানারে, ময়ূখ দাসের প্রযোজনায়। কলকাতা ও আশপাশের এলাকায় শুরু হবে শুটিং।
