নিজস্ব সংবাদদাতা: এই প্রথমবার ভৌতিক ঘরানার ছবিতে হাত পাকাতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। যার পরিচালনার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। 

 


'উইন্ডোজ'-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'ফাটাফাটি'র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই 'বাবা বেবি ও'র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যে ছবির নাম 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা। 

 

 

একে একে সামনে আসছে ছবির 'ভূত'-দের আসল চেহারা। অর্থাৎ চরিত্রাভিনেতাদের কথা। এর আগে জানা গিয়েছিল, বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। থাকবেন লোকনাথ দে-ও। এবার জানা যাচ্ছে, ভূতের ছবির নায়ক হচ্ছেন বনি সেনগুপ্ত। 

 


সূত্রের খবর, ইতিমধ্যেই হয়ে গিয়েছে চিত্রনাট্য নিয়ে আলোচনা। এই প্রথমবার 'উইন্ডোজ'-এর সঙ্গে হাত মেলাতে চলেছেন বনি। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই শুরু হবে ছবির শুটিং। নায়ক ঠিক হলেও, নায়িকা কে হচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি।