আজকাল ওয়েবডেস্ক: এক সময় বহু নারীর পছন্দের পুরুষ ছিলেন তিনি। একের পর এক নারী সঙ্গে জড়িয়েছেন। নিজস্ব স্টাইলে এক সময় বলি পাড়ার হার্টথ্রব ছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু কখনও কখনও তাঁর এহেন কাজ যে মাত্রা ছাড়িয়েছে তা পরবর্তীকালে স্বীকার করে নিয়েছেন পর্দার ‘মুন্নাভাই’।

একটি ইংরেজি সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছেন, একসময় একই সঙ্গে তিনজন নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁর স্বীকারোক্তি, “ মানুষের ভালবাসা পেতে তো ভালই লাগে! বিশেষ করে যদি সেটা নারীদের থেকে আসে।”

কিন্তু কীভাবে একই সঙ্গে এত জনের সঙ্গে সম্পর্ক রাখতেন তিনি? সঞ্জয় বলেন, “ তোমাকে চালাক হতে হবে, বুদ্ধি ভাল ছিল বলেই পেরেছি। একজন যাতে অন্যজনের সম্পর্কে বিন্দুমাত্র না জানতে পারে সেটা সবসময় মাথায় রাখতে হবে।”