আজকাল ওয়েবডেস্ক: দীপক তিজোরি হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভাবান ব্যক্তিত্ব। সুদর্শন দীপক, ‘জো জিতা ওহি সিকান্দর’ ছবিতে একসময় হাজার হাজার তরুণীর হৃদয়ে দোলা দিয়েছিলেন। অভিনেতার কেরিয়ারে রয়েছে ‘আশিকি’, ‘সড়ক’, ‘বাস্তব’-এর মতো হিট ছবিও। কিন্তু জানেন কি এহেন তারকার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অসংখ্য বিতর্ক?
 
 দীপক ফ্যাশন ডিজাইনার শিবানী তিজোরিকে বিয়ে করেন, তাঁদের এক মেয়েও হয়, নাম সামারা। কিন্তু বিয়ের কুড়ি বছর পর এমন একটি বিষয় জানা যায়, যা তছনছ করে দেয় দীপকের জীবন। ২০১৭ সালে প্রথমবার স্ত্রী শিবানীর সঙ্গে দীপকের বিবাদের খবর প্রকাশ্যে আসে। খবর অনুযায়ী, দীপককে তাঁর নিজের বাড়ি থেকে বার করে দিয়েছিলেন শিবানী।
এর পরেই একজন আইনজীবীর পরামর্শ নেন দীপক। বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেতা আর সেই সময়েই প্রকাশ্যে আসে এক বিস্ফোরক তথ্য। দীপক জানতে পারেন যে, শিবানীর সঙ্গে তাঁর বিয়েটি কখনই আইনত বৈধ ছিল না, কারণ শিবানী তাঁর প্রথম স্বামীকে ডিভোর্স দেননি কোনওদিনই। ভারতীয় আইন অনুযায়ী আইনি বিবাহবিচ্ছেদ ছাড়া দ্বিতীয়বার বিবাহ করা যায় না। কাজেই আইনত গত ২০ বছর অন্য একজনের স্ত্রীর সঙ্গে সংসার করছিলেন দীপক! সত্য প্রকাশ পাওয়ার পর দীপক ও শিবানীর বিয়ে ‘অকার্যকর এবং বাতিল’ হয়ে যায়।
