বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট এই দীপাবলিতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। উৎসবের আলোয় আলোকিত হবে তাঁদের নতুন বাসভবনও। মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় তৈরি হয়েছে তাঁদের স্বপ্নের বাড়ি, যার বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা। শাহরুখ খানের ‘মন্নত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও টেক্কা দেবে রণলিয়ার রাজপ্রাসাদ। বিগত দেড় বছর ধরে তিল তিল করে সাধের বাড়ি তৈরি করেছেন রণবীর ও আলিয়া। এবার দীপাবলিতে সেই বিলাসবহুল বাড়িতে গৃহপ্রবেশের পালা। 

ঋষি কাপুর এবং নীতু কাপুরের উত্তরাধিকারসূত্রে পাওয়া ভিটেতেই বিশালাকার বাংলো রণবীর-আলিয়ার। কয়েক মাস আগে শোনা গিয়েছিল, চলতি বছরে গৃহপ্রবেশ করবেন কাপুর দম্পতি। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রস্তুতি। বিবৃতি জারি করে রণবীর-আলিয়া নিজেই দিয়েছেন, দিওয়ালিতেই নতুন বাড়ির শুভ সূচনা করতে চলেছেন তাঁরা। সঙ্গে ছবিশিকারিদের কাছে গৃহপ্রবেশের অনুষ্ঠানের গোপনীয়তা রক্ষার আর্জি জানিয়েছেন দম্পতি।

আরও পড়ুনঃ ধর্মের টানে অভিনয় ছাড়েন! এবার বিয়ে করে চর্চায় জায়রা ওয়াসিম, কাকে ‘কবুল হ্যায়’ বললেন 'দঙ্গল'-এর গীতা?

সমাজ মাধ্যমের যুগে তারকাদের জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে আসতে বেশি সময় লাগে না। তাতে মাঝে মাঝে বিরক্তও হন সেলিব্রিটিরা। নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশের ক্ষেত্রে তাই আগেভাগেই সতর্কীকরণ জারি করেছেন জুনিয়র কাপুর দম্পতি। রণবীর-আলিয়া তাঁদের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, “আমাদের কাছে কৃতজ্ঞতা ও নতুন শুরু। দীপাবলিতে আমরা জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছি। আমাদের পরিবার ও ভক্তদের কাছ থেকে যেভাবে ভালোবাসা পেয়েছি, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ। এই উৎসবের সময়ে আমাদের গোপনীয়তা ও শান্তি বজায় রাখতে আপনারা অনুগ্রহ করে সাহায্য করবেন।” বিটাউন সূত্রের খবর, গৃহপ্রবেশের পুজোর পর কাপুর পরিবারে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে।

রাজকীয় বাড়ির নাম রাখা হয়েছে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের নামে ‘কৃষ্ণ রাজ’। ছয় তলা বাড়ির স্থাপত্য নকশা তৈরি করেছেন নামী স্থপতিরা। বাড়িতে রয়েছে বিশাল  প্রশস্ত বারান্দা, ব্যক্তিগত জিম, ইনফিনিটি পুল, শিশুদের খেলার জায়গা, এমনকি একটি ছোট থিয়েটারও। বাড়ির অভ্যন্তরে কাঠ ও মার্বেলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আধুনিক অথচ ঐতিহ্যবাহী সাজসজ্জা। রণবীর-আলিয়ার প্রতিবেশী হিসেবে রয়েছেন করণ জোহর, অনুষ্কা শর্মার মতো বলিউড তারকারা। ব্যস্ত শিডিউলের মাঝে সময় বার করে মাঝে মাঝেই বাংলোর কাজ দেখতে গিয়েছেন রণবীর-আলিয়া। আপাতত শুধু কাপুর পরিবারের নতুন বাড়িতে পা রাখার অপেক্ষা।