বরাবরই স্পষ্টভাবে নিজের মতামত তুলে ধরেন কৃতি স্যানন। কিছুদিন আগেই অতীতের নানা বিষয়ে তুলনা টানতে গিয়ে বলিউডের মহিলা-পুরুষদের পারিশ্রমিক নিয়ে মন্তব্য করেন অভিনেত্রী। এবার ফের বলিপাড়ার লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুললেন তিনি। 


সম্প্রতি স্যানন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ভারতের লিঙ্গ সমতার সম্মানসূচক রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কৃতি। এই দায়িত্ব গ্রহণের পরই নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য ভাঙা এখন তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন পর্দার ‘সীতা’। 

ব্যক্তিগত জীবনের স্মৃতি হাতড়ে কৃতি জানান, তাঁর মা ছোটবেলায় স্বপ্ন দেখতেন সাঁতার শিখবেন, নাচ শিখবেন। কিন্তু সমাজের বাঁধা-ধরা নিয়মের কারণে সেসব করতে পারেননি। পরিবারের প্রত্যাশা ছিল মেয়েরা ঘর সামলাবে, রান্না করবে এবং সামাজিক নিয়ম মানবে। শেষ পর্যন্ত তিনি শুধু পড়াশোনাকেই আঁকড়ে ধরতে পেরেছিলেন এবং অধ্যাপিকা হয়েছিলেন। অভিনেত্রীর কথায়, “আমার মা যা করতে পারেননি, সেটাই আমাকে আর আমার বোনকে উৎসাহ দিয়েছে। আমাদের স্বপ্ন যেন আটকে না যায়। মা সবসময় বলেছেন, তোমরা যা চাও তাই করো, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।”

আরও পড়ুনঃ তিরুপতি মন্দিরে কয়েকদিনের মধ্যেই গোপনে বিয়ে করছেন জাহ্নবী কাপুর? শ্রীদেবী-কন্যার আকস্মাৎ ঘোষণায় তোলপাড় নেটপাড়া!


কৃতির দাবি, বলিউডে বড় কোনও প্রকাশ্য বৈষম্য না থাকলেও ছোট ছোট জায়গায় পার্থক্য দেখা যায়।তিনি বলেন, “পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি পান, ভালো রুম পান। এগুলো শুধু গাড়ি বা রুম নয়, এটা আসলে এক ধরনের বার্তা দেয় যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে।”


শুটিং সেটের নানা অভিনজ্ঞতাও তুলে ধরেন কৃতি জানিয়েছেন, অনেক সময় সহকারী পরিচালকরা মেয়েদের নাম আগে ডাকেন, যেন তারা শুটের জন্য প্রস্তুত থাকেন। অথচ পুরুষ অভিনেতাদের জন্য অপেক্ষা করা হয়।অভিনেত্রীর সংযোজন, “আমি নিজে গিয়ে সহকারী পরিচালকদের বলেছি এভাবে করা ঠিক নয়। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। মানসিকতা বদলানো দরকার।” কৃতি মনে করেন, সমাজে মহিলাদের সমান সুযোগ নিশ্চিত করতে হলে সিনেমা জগতের ভেতর থেকেও সচেতনতা তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ বাবা সুনীল দত্তের বিরোধী দলের প্রার্থীর প্রচারে যেতে রাজি হয়েছিলেন সঞ্জয়! নেপথ্যে কি পারিবারিক সমস্যা?

প্রসঙ্গত, কয়েকদিন আগে বলিউডে দীর্ঘদিন ধরে চলে আসা লিঙ্গভিত্তিক পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছিলেন কৃতি স্যানন। স্পষ্ট ভাষায় তিনি জানান, কাজ যদি একই হয়, তবে নারী–পুরুষ অভিনেতাদের পারিশ্রমিক কেন ভিন্ন হবে তা তিনি কোনওভাবেই বুঝতে পারেন না। তবে বি টাউনে বদলের হাওয়া শুরু হয়েছে বলেও মনে করেন অভিনেত্রী। চরিত্রের লিঙ্গ যাই হোক না কেন, আজকাল কনটেন্ট–ভিত্তিক ছবিই আসল আকর্ষণ হয়ে উঠছে। কৃতি উদাহরণ টেনে আনেন তাঁরই অভিনীত ২০২৪ সালের হিট ফিল্ম ‘ক্রু’–এর। তাবু ও করিনা কাপুর–এর সঙ্গে কৃতি ছিলেন এই ছবিতে। এই নারী–নেতৃত্বাধীন ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১৫৭ কোটি টাকা আয় করে। বলিউডে গত বছরের অন্যতম বড় বক্স অফিস হিট হয়ে ওঠে ছবিটি।