টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

দীপিকাকে ঈর্ষা করেন আলিয়া

বলিউডের দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। দু’জনেরই জনপ্রিয়তা আকাশচুম্বী। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ের আগে থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নজরে আসে। কিন্তু সম্প্রতি এক পোশাক ব্র্যান্ড আলিয়াকে তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। দীপিকা ছিলেন এই ব্র্যান্ডের আগের মুখ। আলিয়া তাঁর জায়গা নিতেই ক্ষোভ প্রকাশ করেছেন ‘পিকু’র ভক্তরা। কেউ লিখেছেন— “আমরা দীপিকাকে চাই, আলিয়াকে নয়।” কয়েকজন ভক্ত আবার সরাসরি আলিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে ‘গাঙ্গুবাঈ’ নাকি ‘ঈর্ষাপরায়ণ ও লোভী।’ একজন অনুরাগী আবার বলে বসেছেন,“আলিয়া সব জায়গায় ঢুকতে চায়, দীপিকার প্রতি অস্বাভাবিক আসক্ত। আমরা ওর একই মুখ বারবার দেখে ক্লান্ত।” এখনও পর্যন্ত এবিষয়ে দীপিকা বা আলিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আপাতত দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে উত্তেজনা যে তুঙ্গে তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ মাত্র ৫৫-তেই থেমে গেল পথ চলা! অকালে প্রয়াত অমিতাভ-অক্ষয়দের সহ-অভিনেতার

মেয়ের কী নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা

বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী সম্প্রতি তাঁদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন। ২০২৫ সালের ১৫ জুলাই মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। এরপর থেকেই নতুন অতিথির নাম কী রাখা হবে, তা নিয়ে আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। বেশ কয়েকরদিন আগে কপিল শর্মার শো-তে এবিষয়ে খোলামেলা কথা বলেন সিদ্ধার্থ। মেয়ের নাম কী রেখেছেন, শো চলাকালীন কপিল অভিনেতাকে এই প্রশ্ন করেন। যার উত্তরে অভিনেতা বলেন,“না, এখনও নাম রাখা হয়নি। আমরা এখনও ভেবে দেখছি।” শো-এর আরেক সদস্য অর্চনা পূরণ সিং জানতে চান, আত্মীয়স্বজনরা কি নাম নিয়ে পরামর্শ দিচ্ছেন? সিদ্ধার্থ হেসে জবাব দেন, “অনেক সাজেশন আসছে। কেউ বলছে—‘এটা তোমার দিদার নাম ছিল’, আবার কেউ অন্য আত্মীয়ের নাম প্রস্তাব করছে।” উল্লেখ্য, এখনও পর্যন্ত কিয়ারা ও সিদ্ধার্থ তাঁদের কন্যার মুখ বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করেননি। শিশুর ছবি না তোলার জন্যও তাঁরা ভক্তদের কাছে অনুরোধ করেছেন। 

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এষা দেওল

একসময় বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ছিলেন এষা  দেওল আর ভারত তখতানী। ২০১২ সালে বিয়ে, হেমা মালিনী আর ধর্মেন্দ্রর কন্যার বিয়ে ছিল যেন রূপকথার রাজকীয় আয়োজন। তবে সেই সম্পর্ক টিকল মাত্র ১১ বছর। ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন এষা ও ভারত। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খোলেন এষা। নিজেকে “সিঙ্গেল মাদার” মনে করেন না হেমা মালিনীর মেয়ে। তাঁর কথায়, “আমি নিজেকে সিঙ্গেল মাদার ভাবতে পছন্দ করি না। আমি সে রকম আচরণ করি না, আর কাউকেও সেইভাবে আমার সঙ্গে আচরণ করতে দিই না।” তিনি আরও বলেন, সন্তানদের লালন-পালনে তিনি ও ভারত দু’জনেই দায়িত্ব ভাগ করে নেন। তাঁদের অগ্রাধিকার হল সন্তানদের সুখ ও সুরক্ষা। এবিষয়ে এষা ব্যাখ্যা করেন, “জীবনে কখনও কখনও কিছু কারণে সম্পর্কের সমীকরণ বদলায়। যদি দাম্পত্য টিকিয়ে রাখা সম্ভব না হয়, তবে দু’জন প্রাপ্তবয়স্ককে দায়িত্ব নিতে হয়। বিশেষ করে সন্তান থাকলে। তখন অন্যভাবে সম্পর্ক বজায় রাখতে হয়, কিন্তু সন্তানদের জন্য পরিবারকে একসঙ্গে রাখা জরুরি। ভারত আর আমি সেটাই করি।”