দেখতে দেখতে এক বছরে পা দিল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের মেয়ে দুয়া। মেয়ের প্রথম জন্মদিন বলে কথা। তবে কোনও আড়ম্বর নয়, একেবারে সাদামাটাভাবে নিজের মতো করে একরত্তির জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই সুন্দর মুহূর্ত। 

গত ৮ সেপ্টেম্বর ছিল দীপিকা ও রণবীরের মেয়ের জন্মদিন। দুয়ার প্রথম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নিজের হাতে চকোলেট কেক বানিয়েছেন দীপিকা। সমাজ মাধ্যমে শেয়ার করা সেই ছবিতে দেখা গিয়েছে কেকের এক টুকরো কাটা। আর মাঝখানে রয়েছে মোমবাতি। সঙ্গে দুয়ার জন্য ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার ভালবাসার ভাষা কি জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনের জন্য কেক তৈরি করেছি।’ কন্যার জন্মদিনের একদিন পরে অভিনেত্রী পোস্টটি করেছেন। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)