আলিয়া ভাট অভিনীত ছবি ‘জিগরা’র বক্স অফিসে ভরাডুবি হয়েছিল। ‘জিগরা’র বক্স অফিস ফলাফল ছিল যেন হঠাৎ এক জোরদার ঘুষি পরিচালকের ‘সাফল্যের পেটে!’ “একেবারে হতবাক হয়ে গিয়েছি! এখনও ঘুম ভাঙছে আমার!” — এক সাক্ষাৎকারে এভাবেই মন খুলে নিজের সিনেমার ব্যর্থতা নিয়ে কথা বললেন পরিচালক ভাসান বালা।

 

আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ ২০২৪-এ মুক্তি পায়। ছবিটি ছিল আলোচিত হলেও আর্থিক দিক থেকে মুখ থুবড়ে পড়ে—৮০ কোটি টাকার বাজেটে তৈরি হয়ে মাত্র ৫৫ কোটির ব্যবসা করে। আর সেই ব্যর্থতার দগদগে ঘা এখনও বয়ে বেড়াচ্ছেন বাসন।

 

তবে কী তিনি ছবিটি নিয়ে খুশি? একটুও না হকচকিয়ে, বললেন— “হ্যাঁ, একেবারে খুশি। আলিয়া ভাটের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। ওর অভিনয়, ওর কর্মনিষ্ঠা, ওর ভিশন—সবই অসাধারণ।”

 

‘জিগরা’ ডুবেছে, কিন্তু বাসনের সোজাসাপ্টা রসিকতায় জল ঢুকেছে ইন্ডাস্ট্রির মাথায়! সাক্ষাৎকারে হালকা মজা করেই  ভাসান বলেন—“সবচেয়ে সফল পরিচালকরা হলেন যাঁরা ২০০ দিন ধরে শুট করেন, আর শেষমেশ সিদ্ধান্তই নিতে পারেন না! এটাই নাকি আজকাল সাফল্যের চিহ্ন! ” এখানেই থামেননি তিনি। খানিক কটাক্ষ ছুঁড়ে দিয়ে যোগ করেন—“এটা তো সাফল্যের অন্যতম ট্যাগ—শুটিংয়ের দিনে গিয়ে বল, আজ আর মন নেই, শুট করব না! অথচ আমাদের সে বিলাসিতা নেই। আমরাও মানুষ, আমাদেরও ভাড়াবাড়িতে থাকতে হয়!” ভাসানের কথায়, “যখন সাফল্য থাকে না, তখন তার মূল্যটা বোঝা যায়। কিন্তু ফ্ল্যাট কেনার সময় সেটা আর কাজ করে না, সান্ত্বনাও দেয় না।”


‘জিগরা’র পর যেন নিজেকে হারিয়েই ফেলেছিলেন বাসন। তাই বলে একেবারে পেছন হঠে যাননি। “দু’দিন গিয়েছিলাম মণি রত্নমের শ্যুটিংয়ে। নিজেকে সহকারী পরিচালক মনে হচ্ছিল! কখনও কখনও তো এরাই-রা বাড়ি কিনে ফেলে, আর পরিচালক পারে না! সত্যি, এই পেশাটা রীতিমতো কঠিন। আমি গিয়েছিলাম শুধু ফিল্ম সেটের গন্ধটা নাকে নিতে। ভাবছিলাম আর কখনও ফিরতে পারব না।”

 

ভাসান এবং তাঁর পরিচালিত এই ছবিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছিল সমাজমাধ্যমে। ‘জিগরা’ নিয়ে উচ্চকিত ধারণা পোষণ করার জন্য নানা ধরনের কটাক্ষের শিকারও হতে হয়েছে পরিচালককে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ভাসান এও জানিয়েছিলেন, কোনও ছবির সাফল্য কেবলমাত্র বক্স অফিস সাফল্যের অঙ্কের নিরিখেই মাপা যায়, এহেন ধারণায় তিনি মোটেই বিশ্বাসী নন। এরপর তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড়ের তীব্রতা বেড়ে যায় আরও। তারপরেই  নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে বসেছিলেন ‘জিগরা’ ছবির পরিচালক। 

 

প্রসঙ্গত, ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশনস এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশন।ব্যবসায়িক দিক থেকে এখনও পর্যন্ত আলিয়ার কেরিয়ারের সবচেয়ে ব্যর্থ ছবি হতে চলেছে ‘জিগরা’। অন্যদিকে, এই ছবিকে ঘিরে ‘লড়াই’ চলেছে করণ জোহর এবং পরিচালক-অভিনেত্রী‌ দিব্যা খোসলা কুমারের মধ্যে। আলিয়া ভাটকেও ছাড়েননি তিনি। ‘জিগরা’ অভিনেত্রীকেও একহাত নিয়েছেন দিব্যা!

 

ইনস্টাগ্রামে একটি প্রায় শূন্য জনপ্রিয় বেসরকারি প্রেক্ষাগৃহের ছবি পোস্ট করেন দিব্যা খোসলা কুমার। সঙ্গে লেখেন যে 'জিগরা' ছবির বক্স অফিসের আয় সম্পর্কে যে তথ্য আলিয়া ছড়াচ্ছেন তা সর্বৈব মিথ্যে! অভিনেত্রী লিখেছেন, “... জিগরা দেখতে হাজির হয়েছিলাম। দেখলাম পুরো হল ফাঁকা... আসলে এই ছবি যে যে প্রেক্ষাগৃহে চলছে, সবগুলোই ফাঁকা পড়ে থাকছে! সত্যিই আলিয়া ভাটের প্রচুর 'জিগরা' যে নিজেই নিজের ছবির সব টিকিট কেটে নিচ্ছে এবং বক্স অফিস কালেকশন নিয়ে গুলতাপ্পি মারছে...” এই লেখার সঙ্গে দশেরা শুভেচ্ছা জানিয়ে চিমটি কাটতেও ভোলেননি দিব্যা। দিব্যার এই পোস্ট দেখে চুপ করে থাকেননি করণও। দিব্যার নাম না তুলে মুখ খুলেছেন তিনি। এই জনপ্রিয় পরিচালক-প্রযোজক লেখেন, “বোকাদের পাল্টা জবাব দেওয়ার সেরা উপায় হল চুপ করে থাকা।”