আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক আর তিনি যেন সমার্থক। এবার ফের শিরোনামে পরিচালক রাম গোপাল ভর্মা। তবে এ বার কোনও ছবির জন্য নয়, বরং তাঁর একটি এক্স পোস্ট ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক। সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দেশ জুড়ে পালিত হয়েছে দীপাবলি। আর এই আলোর উৎসবের সঙ্গেই তিনি যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়ঙ্কর পরিস্থিতির তুলনা টেনেছেন। পরিচালকের এই মন্তব্যকে ‘অসংবেদনশীল’ এবং ‘নিন্দনীয়’ বলে তোপ দেগেছেন নেটাগরিকদের একটা বড় অংশ।
সোমবার সন্ধেবেলা, যখন গোটা দেশ বাজি পুড়িয়ে, আলো জ্বালিয়ে দীপাবলির উদযাপনে মগ্ন, ঠিক সেই সময়েই বিতর্কিত পোস্টটি করেন ‘রঙ্গিলা’-খ্যাত পরিচালক। লেখেন, ‘ভারতে শুধু একদিন দীপাবলি হচ্ছে, আর গাজায় প্রত্যেক দিন দীপাবলি হচ্ছে।” অর্থাৎ গাজায় ইজরায়েলি বোমাবর্ষণের আগুনের সঙ্গে দীপাবলির আলোর তুলনা করেন ‘রামু’। এই পোস্ট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তাঁদের মতে, যেখানে গাজায় প্রতিদিন নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, সেই ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সঙ্গে একটি ধর্মীয় উৎসবের তুলনা টানা শুধু কুরুচিকরই নয়, অমানবিকও বটে।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি
সমালোচনার ঝড় বয়ে যায় এক্স প্ল্যাটফর্মে। এক এক্স ব্যবহারকারী ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “দীপাবলির মতো একটি পবিত্র উৎসবের সঙ্গে গাজার কার্যকলাপের তুলনা করা সম্পূর্ণ ভুল, কোনও ভাবেই এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।” অপর এক জন রামুর মানসিকতা নিয়েই প্রশ্ন তুলে মন্তব্য করেছেন, “আপনার কাছে এটা আলোর উৎসব; গাজার কাছে এটা বোমার আগুন। উদযাপনের সঙ্গে যন্ত্রণার তুলনা করবেন না। সহানুভূতির মৃত্যু হলে মানবতারও মৃত্যু হয়।” অনেকেই পরিচালককে তাঁর পুরনো দিনের কাজের কথা মনে করিয়ে দিয়ে লেখেন, ‘সত্য’-এর মতো ছবি যিনি বানিয়েছেন, তাঁর কাছ থেকে এই ধরনের অসংবেদনশীল কথা আশা করা যায় না।
অবশ্য রাম গোপাল ভর্মাকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। ৬৩ বছর বয়সি এই পরিচালক বরাবরই ঠোঁটকাটা এবং খামখেয়ালি স্বভাবের জন্য পরিচিত। বিভিন্ন সময়ে তাঁর বেফাঁস মন্তব্য বা ছবির বিষয়বস্তু নিয়ে জলঘোলা হয়েছে। একদা ‘শিবা’, ‘সত্য’, ‘কোম্পানি’-র মতো ছবি তৈরি করে যিনি ভারতীয় সিনেমায় গ্যাংস্টার ঘরানার এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন, সেই তিনিই পরবর্তীকালে নিজের কাজের মান ধরে রাখতে পারেননি বলে মনে করেন সমালোচকেরা। তাঁদের একাংশের মতে, সাম্প্রতিক কালে তাঁর ছবি বক্স অফিসে সে ভাবে দাগ কাটতে পারছে না। তাই সস্তা প্রচারের আলোয় থাকতেই তিনি বারংবার এমন অদ্ভুত এবং বিতর্কিত মন্তব্য করেন।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি
এই তীব্র বিতর্কের আবহের মধ্যেই অবশ্য পরিচালক নিজের নতুন কাজ নিয়ে পুরোদমে ব্যস্ত। দীর্ঘ ২৭ বছর পর তিনি ফের জোট বাঁধছেন তাঁর ‘সত্য’ ছবির নায়ক মনোজ বাজপেয়ীর সঙ্গে। ‘ফ্যামিলি ম্যান’ মনোজকে ফের দেখা যাবে রামুর পরিচালনায়। তাঁদের নতুন ছবির নাম ‘পুলিশ স্টেশন মে ভূত’।
শোনা যাচ্ছে, এটি একটি হরর-কমেডি ঘরানার ছবি হতে চলেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রামু তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। মনোজের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি সে সময় ক্যাপশনে লিখেছিলেন, “‘সত্য’-এর পর আবার মনোজ বাজপেয়ীর সঙ্গে... এ বার একটি হরর কমেডি: ‘পুলিশ স্টেশন মে ভূত’। শ্যুটিং শুরু হল।”
সূত্র মারফত জানা গিয়েছে, গত ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ছবিতে মনোজ বাজপেয়ী ছাড়াও মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকেও। ‘সত্য’ জুটির এই প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, পরিচালকের সাম্প্রতিক এই বিতর্কিত মন্তব্য সেই ভাবমূর্তিতে কিছুটা হলেও যে ধাক্কা দিল, তা বলাই বাহুল্য।
