‘বিগ বস’ মানেই চূড়ান্ত বিতর্ক, ঝগড়া আর রোজকার শিরোনাম। কিন্তু বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত গত ১১ বছর ধরে এই রিয়েলিটি শো-র ডাক বারবার ফিরিয়ে দিয়েছেন। কারণ? তাঁর একটাই কথা— “আমি আমার প্রাইভেসি ভালবাসি, আমার ভ্যালুতে আমি কোনওদিন আপস করব না।”

এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন,“আমি টানা ১১ বছর ধরে বিগ বস-এর ঘরে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। প্রতি বছর ওরা এসে আমার পিছনে লাগে, আমি বকাঝকা করে দিই। আমি ওই পরিবেশে একদিনও থাকতে পারব না। আমি তো নিজের পরিবারের সঙ্গেও সব সময় থাকি না, আমাদের আলাদা জায়গা থাকে।”

তিনি জানান, একবার তাঁকে ১.৬৫ কোটি টাকা অফার করা হয়েছিল, কারণ অন্য এক সমান স্তরের তারকাকে ওই অঙ্কই দেওয়া হয়েছিল। এমনকি শো ম্যানেজমেন্টের এক স্টাইলিস্ট তাঁকে আশ্বাস দিয়েছিলেন, চাইলে আরও টাকার প্রস্তাব আসবে। কিন্তু তনুশ্রীর স্পষ্ট জবাব,
“ যদি আমাকে চাঁদ পাইয়ে দেওয়ার কথা বলা হয়, তবুও আমি যাব না। পুরুষ আর মহিলারা একই বিছানায় ঘুমোয়, একই জায়গায় মারপিট করে— আমি সেটা মানতে পারব না। আমি নিজের ডায়েট নিয়ে খুব কড়া। আর একটা রিয়েলিটি শো-র জন্য কোনও পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করব, এটা ভাবতেও পারি না। যত কোটিই টাকা দিক, আমি এত সস্তা নই।”

২০০৫ সালে ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন তনুশ্রী। এরপর ৩৬ চায়না টাউন, ভাগম ভাগ, রিস্ক-এর মতো ছবিতে কাজ করেছেন। সর্বশেষ তাঁকে দেখা যায় ২০১৩ সালের টেলিফিল্ম ‘সুপারকপস ভার্সেস সুপার ভিলেনস’-এ।