সংবাদসংস্থা মুম্বই: অভিনয় জগতে পা দিয়েই পেয়েছিলেন ব্যাপক পরিচিত। প্রথম ছবিতেই হিটের তকমা। কিন্তু নায়িকার অভিনয়ের থেকে ছবিতে চুম্বনের দৃশ্য নিয়ে উঠেছিল চর্চা। জানেন কে এই বলি অভিনেত্রী?

 


২০০৮-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল ইমরান হাসমি ও সোনাল চৌহান অভিনীত মাস্টারবাস্টার হিট ছবি 'জন্নত'। প্রযোজনায় মুকেশ ভাট। এই ছবির হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোনাল। ওই ছবিতে ৩০ টি চুম্বনের দৃশ্য ছিল। যা আজও চর্চায় থাকে দর্শকের। ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। কিন্তু, এরপর আর দেখা মেলেনি তাঁর। 

 

 

যদিও বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে 'দরদ' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই নেটিজেনদের চর্চায় দেখা যায় সোনালকে। কখনও তাঁর সাহসী ছবি আবার কখনও তাঁর অভিনীত কোনও ছবির দৃশ্য ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তাই অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও নেটিজেনরা ভোলেননি সোনালকে।