সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে কনটেন্ট নির্ভর ছবির জোয়ার তাঁর হাত ধরেই। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সর্বত্রই এখন তাঁর রাজত্ব। তিনি, আয়ুষ্মান খুরানা। নিজেকে কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি আয়ুষ্মান। একের পর এক ছবিতে নিজের ইমেজ ঝেড়ে ফেলেছেন তিনি। মাস কয়েক আগে জানা গিয়েছিল, সূরজ বরজাতিয়ার আগামী ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। তা-ও যে সে ভূমিকায় নয়, 'প্রেম'-এর চরিত্রে। সূরজের ছবিতে যে চরিত্র ও নাম ছিল সলমন খানের একচেটিয়া। এক সূত্র মারফত পাওয়া খবরে তখনই জানা গিয়েছিল, আয়ুষ্মানের বিপরীতে নায়িকা কে হবেন, তার খোঁজ চলছে। শেষমেশ সেই খোঁজা নাকি শেষ হয়েছে। সূরজের এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে শর্বরীকে।
আয়ুষ্মান খুরানাকে তার বরজাতিয়া তাঁর 'নতুন যুগের প্রেম' হিসাবে কাস্ট করেছেন অভিনেতার পাশের বাড়ির ছেলে ও পারিবারিক ভাবমূর্তির জন্য। অন্যদিকে, তাঁর কয়েক বছরের বলি-কেরিয়ারে ইতিমধ্যেই নানান ধরণের চরিত্রে অভিনয় করে ফেলেছেন শর্বরী। বরজাতিয়া প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, মাধুরী দীক্ষিত থেকে ভাগ্যশ্রী, করিশ্মা কাপুরের মতো তাবড় তাবড় বলি-নায়িকাদের সঙ্গে কাজ করেছেন সূরজ বরজাতিয়া। এবং সে সব ছবি বক্স অফিসের নিরিখে ব্লকব্লাস্টার। সেই নায়িকার তালিকায় এবার নবতম সংযোজন শর্বরী। সেই সূত্র আরও জানিয়েছেন, নিজের এই প্রজেক্টের জন্য সূরজ এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন যাঁর অভিনয় যথেষ্ট পোক্ত। সেই সূত্র আরও জানিয়েছে, পরিচালকের মতে এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শর্বরীর পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। যদিও এই খবর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি শর্বরী অথবা বরজাতিয়া প্রযোজনা সংস্থার তরফে।
অন্যদিকে, ইমতিয়াজ আলির আগামী ছবিতেও দেখা যাবে শর্বরীকে। ইমতিয়াজের পরিচালনায় ভরপুর রোম্যান্সের মেজাজে নজর কাড়বেন বলিপাড়ার অতি পরিচিত মুখের সঙ্গে নয়া মুখ। বলিপাড়ার অন্দরের খবর, এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না। অনন্যা পাণ্ডের সঙ্গে কথা প্রায় পাকা হয়েও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়। জানা গিয়েছে, ইমতিয়াজের ছবিতে পা রাখছেন নয়া প্রজন্মের শর্বরী।
