সংবাদ সংস্থা মুম্বই: যিনি রাঁধেন, তিনি চুল-ও বাঁধেন! এক দিকে তিনি অভিনয় করেন। দেশ বিদেশে ঘুরে বেড়ান সেই অভিনয়ের সুবাদেই। অন্য দিকে, সেই তিনি-ই রাধিকা আপ্তে ছোট্ট মেয়ের জন্য যান্ত্রিক পদ্ধতিতে পাম্প করে রাখেন বুকের দুধ। শুটিং, অভিনয় সংক্রান্ত সমস্ত কাজ শেষ হতেই সেই দুধই পরম তৃপ্তিতে খেয়ে নেয় মেয়ে। বহু বছর ধরেই বলিউড থেকে পশ্চিম, দাপিয়ে বেড়াচ্ছেন রাধিকা। প্রায় সারাক্ষণ- ছোটাছুটির মধ্যেই রয়েছেন তিনি। কিন্তু, দু'মাসের ছোট্ট মেয়েকে রেখে কী ভাবে সেটা সম্ভব? ওই সময়টায় তো সে রাধিকার বুকের দুধও খায়! তাই, যান্ত্রিক পদ্ধতিতে দুধ পাম্প করে রাখেন। শেষে সেই দুধই খাইয়ে দেবেন তাকে। এবারে বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাঝে করলেনও তাই।
সেই ছবি সমাজমাধ্যমে নিজেই পোস্ট করেছেন রাধিকা। সেই ছবিই এখন ভাইরাল। তাতে দেখা যাচ্ছে বাফটা পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের একফাঁকে বাথরুমে এসেছেন তিনি। সেখানে একহাতে জামা তুলে ডান দিকের স্তনের উপর চেপে ধরে রয়েছেন দুগ্ধ নিষ্কাশন যন্ত্র। অন্য হাতে অবশ্য ধরা শ্যাম্পেন গ্লাস। মুখে লেগে অমলিন হাসি। তাঁকে প্রতিটা মুহূর্ত সহযোগিতা করার জন্য রাধিকা ধন্যবাদ জানিয়েছেন সহযোগীকে।
