সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে বলিপাড়ার প্রথম সারির অন্যতম নায়িকা কৃতি শ্যানন। ছবির বিষয়ে ক্রমাগত প্রচার চালিয়ে যাওয়ার বদলে সেই সময়টুকুতে নিজের অভিনয়ে শান দেওয়াতে বিশ্বাসী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানান, বরুণ ধাওয়ানের সঙ্গে 'ভেড়িয়া' ছবির প্রচার সারাকালীন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর মানসিক স্বাস্থ্য এতটাই টাল খেয়েছিল যে নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।‌ ঠিক কী কারণে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কৃতিকে?

 

কৃতি জানান, 'ভেড়িয়া'র প্রচার অত্যন্ত লম্বা সময় জুড়ে চলছিল। সেই একই সময়ে আরও দু'টো ছবির প্রচারও সমান্তরালভাবে সারছিলেন তিনি। ফলে ঠিকঠাক বিশ্রাম থেকে নিজস্ব সময়, কোনওটাই পাচ্ছিলেন না তিনি। 'ভেড়িয়া'র প্রচার এতটাই আঁটোসাঁটো ছিল যে ব্যক্তিগত চার্টার বিমান করে প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে শহরে হাজির হচ্ছিলেন তাঁরা। এসবের ফাঁকে রাতে কোনওরকমে ছোট্ট ঘুম, তারপর ফের ছোটা। সেই একঘেঁয়ে প্রশ্ন, ক্লান্তিহীনভাবে‌ ছবির সম্পর্কে এক কথা বলে চলা...সব মিলিয়ে একটা সময়ের পর ভেঙে পড়েন তিনি। চীৎকার করে কেঁদে ওঠেন! তাঁর এই অবস্থা দেখে বাকিরা হতবাক হয়ে যান। কৃতি বলেন, "আসলে, যে কাজ করতে ভিতর থেকে আনন্দ আসে না, মজা লাগে না তা ক্রমাগত করতে করতে মানসিক ক্লান্তি গ্রাস করবেই। মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটবেই! "