বলিউডের ঝলমলে পর্দার বাইরে জাহ্নবী কাপুর আজ যেন আরও এক ধাপ কাছে টেনে নিলেন তাঁর ভক্তদের। সদ্য মুক্তি পাওয়া পরম সুন্দরী-র প্রচারেই ব্যস্ত তিনি। এর মাঝেই এক অকপট সাক্ষাৎকারে অভিনেত্রী খুলে বললেন তাঁর বিয়ে নিয়ে চিন্তাভাবনা, মধুচন্দ্রিমার পরিকল্পনা, এমনকী এই সময়ের প্রেম-সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিও।

প্রথমেই ওঠে জাহ্নবীর বিয়ের প্রসঙ্গ। শ্রীদেবী-কন্যা অকপট কণ্ঠে জানালেন, তিনি বিয়ে করবেন দক্ষিণ ভারতের বহুল আলোচিত মন্দির তিরুপতিতে। নিজের বিয়ের অনুষ্ঠানে তিনি একেবারেই চান না বলিউডি চাকচিক্যের বিশাল আয়োজন। বরং তাঁর ভীষণ ইচ্ছে সহজ-সরল, অন্তরঙ্গ আর দ্রুত শেষ হওয়া এক বিবাহ অনুষ্ঠান। অতিথি তালিকাও হবে সীমিত। তবে পোশাকের ব্যাপারে কোনও দ্বিধা নেই—“আমি জানি, আমি যা-ই পরব তা তৈরি করবেন মনীশ মলহোত্রা। কারণ উনি শুধু আমার প্রিয় ডিজাইনার নন, পরিবারের সদস্যের মতো,” বলেন জাহ্নবী।

 

 

বিয়ের পর মধুচন্দ্রিমা নিয়েও তাঁর পরিকল্পনা বেশ স্পষ্ট। “বিয়ে ছোট আর দ্রুত, কিন্তু মধুচন্দ্রিমা  হবে দীর্ঘ,” হেসে মন্তব্য করেন অভিনেত্রী। কিন্তু শুধুই স্বপ্ন নয়, 'পরম সুন্দরী' \র কাছে প্রেম মানেই এক গভীর দর্শন। আধুনিক যুগের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে তিনি আক্ষেপ করেন—“আজকাল তৎক্ষণাৎ প্রাপ্তির লোভে রোম্যান্সটাই যেন লেনদেনের মতো হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে ধৈর্য, সহানুভূতি, কিংবা আসল সংযোগ গড়ে তোলার মানসিকতা খুবই কমে গেছে।”

নিজেকে তিনি বর্ণনা করেন “হাইপার-রোম্যান্টিক, ভীষণ নিবেদিত একজন মানুষ” হিসেবে। তাঁর ব্যক্তিগত জীবনে পাওয়া কিছু বিশেষ অভিজ্ঞতার জন্যই তিনি প্রেমকে আজও অমূল্য ভেবে দেখেন। “আমি ভাগ্যবান যে সত্যিই বিরল কিছু খুঁজে পেয়েছি। আর আমি বিয়ে নামের প্রতিষ্ঠানকে ভীষণ ভালবাসি। আমি বিশ্বাস করি, বিয়ে মানেই একটা পরিবার তৈরি করা, একটা নিজস্ব দুনিয়া বানানো, যেখানে কেউ আপনার পাশে থাকবে সারাজীবন,” মন্তব্য জাহ্নবীর।

পাশাপাশি তিনি জানালেন, এই দৌড়ঝাঁপে ভরা ইন্ডাস্ট্রির মধ্যেও তিনি ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো ভীষণ আগলে রাখেন। প্রায়ই তাঁকে দেখা যায় ঘনিষ্ঠ বন্ধু তথা গুঞ্জন-ঘেরা সঙ্গী শিখর পাহাড়িয়ার সঙ্গে। তবে এই প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলেননি।

পেশাদার জীবনে জাহ্নবী সদ্য শেষ করেছেন পরম সুন্দরী ছবির প্রচার, যেখানে সঙ্গী ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পেয়েছে ২৯ আগস্ট। সামনে রয়েছে করণ জোহর প্রযোজিত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, যেখানে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, রোহিত সরফ ও সানিয়া মালহোত্রাও।

বলিউডের প্রজন্ম-নতুন এই অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি যেন ভক্তদের কাছে নিয়ে এল এক ভিন্ন মাত্রার জানভিকে—যিনি শুধু পর্দার নায়িকা নন, বরং সরল, স্বপ্নময়, আর প্রেমকে ভীষণভাবে মূল্য দেওয়া এক তরুণী।