সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মা কিম ফার্নান্ডেজ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মায়ের হৃদরোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাকলিন তৎক্ষণাৎ দেশে ফিরে আসেন। এরপর থেকে মায়ের পাশেই ছিলেন অভিনেত্রী। সেই সময়েই আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তাঁর।  তবে সেই পরিস্থিতিতে তিনি আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পরিকল্পনা বাতিল করেন। মা’র অসুস্থতার কথা ভেবে তিনি সিদ্ধান্ত নেন তাঁর পাশে থাকার। জানা গিয়েছিল, মা তখনও আইসিইউ-তে ছিলেন, তাই জ্যাকলিন কোনও ঝুঁকি নিতে চাননি।

 

এই কঠিন সময়ে অভিনেত্রী জ্যাকলিনের পাশে দাঁড়াতে তাঁর ‘কিক’ সিনেমার সহ-অভিনেতা সালমান খানও লীলাবতী হাসপাতালে এসে দেখা করেন।

 

প্রসঙ্গত, ২০২২ সালেও কিম একবার স্ট্রোকে আক্রান্ত হয়ে বাহরাইনে চিকিৎসাধীন ছিলেন। তিনি মূলত মানামা, বাহরাইন-এ থাকতেন। তাঁর পারিবারিক শিকড় মালয়েশিয়ান ও কানাডিয়ান সংস্কৃতির সঙ্গে জড়িত। তাঁর মাতামহ ছিলেন কানাডার নাগরিক এবং তাঁর পূর্বপুরুষেরা ভারতের গোয়া রাজ্য থেকে এসেছিলেন। এই বিষয়ে জ্যাকলিন এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। শেষকৃত্য পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। মা কিম ফার্নান্ডেজ ছিলেন সবসময় জ্যাকলিনের জীবনের ছায়াসঙ্গী। তাঁর বিদায়ে অভিনেত্রীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

 

উল্লেখ্য, অজয় দেবগণ অভিনীত 'রেইড'  ছবির একটি আইটেম গানে নাচতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ইতিমধ্যেই নাকি এই গানের শুটিং সেরে ফেলেছেন হানি ও জ্যাকলিন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে বা ২০২৬-এর শুরুতে মুক্তি পাচ্ছে ছবিটি।