বলিউডের প্রথম ‘সুপারস্টার’ রাজেশ খান্নার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। ১৯৭৩ সালে কেরিয়ারের শিখরে থাকাকালীন অভিনেত্রী ডিম্পল কপাডিয়ার সঙ্গে বিয়ে করেছিলেন তিনি— এমনকি ডিম্পলের প্রথম ছবি 'ববি' মুক্তির আগেই। তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি, ১৯৮২ সালে তাঁরা আলাদা হয়ে যান, যদিও কখনও আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেননি।
এরই মাঝে অভিনেত্রী অনিতা আদবানির নাম বহুবার জড়িয়েছিল রাজেশ খান্নার সঙ্গে, কিন্তু তাঁদের সম্পর্কের সত্যিকারের রূপ এতদিন অধরা ছিল। এবার এক সাক্ষাৎকারে অনিতা ফাঁস করলেন চমকপ্রদ তথ্য। তাঁর দাবি, — রাজেশ খান্নাকে তিনি গোপনে বিয়ে করেছিলেন!
“আমরা গোপনে বিয়ে করেছি” স্পষ্ট মন্তব্য অনিতার। প্রশ্ন উঠেছিল, দীর্ঘদিন লিভ-ইন সম্পর্ক থাকা সত্ত্বেও কেন বিয়ে করেননি তাঁরা? উত্তরে অনিতা বলেন, “আসলে, আমরা গোপনে বিয়ে করেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কেউ এসব কথা খোলাখুলি বলে না। সবাই বলে ‘আমরা বন্ধু’ বা ‘সম্পর্কে আছি’। মিডিয়াতে তখন থেকেই খবর হচ্ছিল আমি ওঁর সঙ্গে আছি, তাই প্রকাশ্যে ঘোষণা করার প্রয়োজনই পড়েনি।”
অনিতা জানান, তাঁদের বাড়ির ছোট্ট মন্দিরেই হয়েছিল সেই গোপন বিয়ে।“ও আমার জন্য মঙ্গলসূত্র বানিয়েছিল, হাতে কালো-সোনালি চুড়ি পরিয়েছিল। তারপর কপালে সিঁদুর দিয়ে বলেছিল— ‘আজ থেকে তুমি আমার দায়িত্ব।’ একরাতেই এভাবেই আমাদের বিয়ে হয়ে যায়।”
ডিম্পলের আগেই জীবনে এসেছিলেন অনিতা?সাক্ষাৎকারে অনিতা আরও দাবি করেছেন, ডিম্পল কপাডিয়ার আগেই তিনি রাজেশ খান্নার জীবনে ছিলেন। কিন্তু সেসময় বিয়ে হয়নি কারণ তিনি খুবই অল্পবয়সী ছিলেন।তাঁর অভিযোগ, ২০১২ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে যখন রাজেশ খান্নার মৃত্যু হয়, তখন তাঁর পরিবারই অনিতাকে শেষকৃত্যে ঢুকতে দেয়নি। এমনকি নিরাপত্তারক্ষী বসিয়ে বাধা দেওয়া হয়েছিল।
রাজেশ–ডিম্পলের সম্পর্কের দিকে এক ঝলক চোখ ফেরানো যাক। ডিম্পল কপাডিয়া যখন মাত্র ১৬ বছরের, তখনই ১৯৭৩ সালে রাজেশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাঁদের দুটি কন্যা— টুইঙ্কল ও রিঙ্কি খান্না। তবে ১৯৮২ সালেই আলাদা হয়ে যান তাঁরা।
অন্যদিকে, অনিতার দাবি অনুযায়ী, প্রায় আট বছর ধরে রাজেশের সঙ্গে লিভ-ইন অর্থাৎ একত্রবাস করেছিলেন তিনি। বর্ষীয়ান তারকা ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ থেকে অসুস্থ হতে শুরু করেন এবং ২০১২ সালের ১৮ জুলাই মুম্বইয়ের বাংলোতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
  
প্রসঙ্গত, ১৯৭৮ সালে শালিমার ছবিতে এক ছোট্ট ভূমিকায় বলিউডে পা রাখেন অনিতা আডবানি। এরপর অভিনয় করেন ‘দাসি’, ‘চোরনি’, ‘আও প্যায়ার করেঁ’ এবং ‘সাজিশ’–এর মতো ছবিতে। পরবর্তীতে ২০১৩ সালে সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’-এ অংশ নিয়েছিলেন তিনি, যদিও ট্রফি জিততে পারেননি।
রাজেশ খান্নার মৃত্যুর এত বছর পর এই চাঞ্চল্যকর দাবি নতুন করে আলোড়ন তুলেছে ইন্ডাস্ট্রিতে। এখন প্রশ্ন একটাই— বলিউডের ইতিহাসের পাতা কি নতুন করে লেখা হবে?
