সংবাদ সংস্থা মুম্বই: চাঙ্কি পাণ্ডেকে তাঁর ইনস্টাগ্রাম‌ অ্যাকাউন্ট মুছে ফেলতে বললেন তাঁর মেয়ে তথা অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সম্প্রতি, এক সংস্থার তরফে এই বাবা-মেয়ে জুটির এক আড্ডার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। সেখানেই চাঙ্কিকে এই নির্দেশ দিলেন তাঁর মেয়ে।

খানিক কড়া গলায় বাবার উদ্দেশ্যে অনন্যাকে বলতে শোনা গেল, " ইনস্টাগ্রামে তুমি যা শুরু করেছ... কোনও পোস্ট ভাল‌ করে না লক্ষ্য করেই লাইক দিচ্ছো... যার ফলে অকারণে বিতর্ক তৈরি হচ্ছে! ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলা উচিত তোমার।" কাঁচুমাচু মুখ করে সরল ভঙ্গিতে চাঙ্কির সাফাই, "... সমাজমাধ্যমে কোনও পোস্টে তোমার ছবি চোখে পড়লেই, তাতে আমি লাইক দিই।" 

প্রসঙ্গত, অল্প সময়ের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুর। তবে তাঁদের সম্পর্ক ভেঙে গেলেও এক পণ্যের বিজ্ঞাপনের মুখ হিসাবে একসঙ্গে কাজ করছেন তাঁরা। পেশাদারিত্ব বজায় রেখেই। সেই ছবি সামনে হাসতেই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। এই প্রাক্তন জুটির উদ্দেশ্যে ভেসে এসেছে কটাক্ষ। একটি পোস্ট খুব ভাইরাল হয়, যেখানে আদিত্য-অনন্যার ছবির উপরে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, " যখন বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ সম্পর্কের তুলনায় বেশি দিন টেকে।" এবং সেই পোস্টেই 'লাইক' দিয়েছিলেন চাঙ্কি! বলি-অভিনেতার এহেন কীর্তির ছবি স্ক্রিনশট মেরে তুলে রেখে সমাজমাধ্যমে তা ছড়িয়ে দেন এক নেটিজেন। হু হু করে ভাইরাল হয় সেই পোস্টটিও। শুরু হয় হাসাহাসি।

নাম না তুলে, এবার সেই ঘটনার-ই প্রসঙ্গ টানলেন অনন্যা। এইমুহুর্তে চাঙ্কি-কন্যার হাতে একাধিক কাজ রয়েছে। যার মধ্যে রয়েছে, 'কল মি বে ২', ' চাঁদ মেরা দিল' এবং সি.শঙ্করন নায়ারের বায়োপিক। অন্যদিকে, চাঙ্কির হাতে রয়েছে 'হাউজফুল ৫'।