সংবাদসংস্থা মুম্বই: বচ্চন পরিবার নাকি ভাঙনের মুখে! বচ্চন পরিবারের সাংসারিক অশান্তি নিয়ে কম আলোচনা চলছে না সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, ননদ শ্বেতা বচ্চনের নামে বাংলো লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। তার জন্যই নাকি গোঁসা হয়েছে বউমা ঐশ্বর্য রাই বচ্চনের। তাই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছে না রাইসুন্দরীর। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা নিজের ফ্ল্যাটে থাকছেন তিনি। 

 

 

 

অনেক অনুষ্ঠানেই শুধু মা-মেয়েকেই দেখা গিয়েছে। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডেও মা-মেয়েকে হাত ধরাধরি করে দেখা গিয়েছে। অন্যদিকে পরিবারের থেকে আলাদা থাকছেন অভিষেকও। অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন এখন আরও জোড়ালো। বলিপাড়ার , তারকা দম্পতির দূরত্বের পিছনে রয়েছেন অভিনেত্রী নিমরত কৌর। 'দসভি' ছবির শুটিং-এর সময়ই নাকি নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। 

 

 

একদিকে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন, অন্যদিকে বিচ্ছেদের গুঞ্জন। এই সবকিছুর মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ায় ১৪.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে ঐশ্বর্যর। কিন্তু এর মাঝে মাত্র একজনকেই ফলো করেন অভিনেত্রী! তিনি আর কেউ নন, অভিষেক বচ্চন। সম্প্রতি, এই তথ্য সামনে আসতেই ফের চর্চা শুরু নেটিজেনদের। যেখানে বর্তমান প্রজন্ম সাধারণ কথা কাটাকাটি, মনোমালিন্যের জেরেই একে অপরকে আনফলো করতে দু'বার ভাবেন না। সেখানে সম্পর্কে তিক্ততা তৈরি হলেও এখনও অভিষেককেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন ঐশ্বর্য।