সংবাদ সংস্থা মুম্বই: একসঙ্গে একঝাঁক তারকা আবারও বড় পর্দায়। সৌজন্যে সাজিদ নাদিয়াওয়ালার 'হাউজফুল ৫'। এই কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবি মানেই দমফাটা হাসির গল্প, সঙ্গে এক ফ্রেমে বলিপাড়ার তাবড় তাবড় তারকারা। এবারও তার অন্যথা হয়নি। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, ফরদিন খান, ডিনো মোরিয়া কে নেই এই ছবিতে। এবার সামনে এল ছবির চোখ ধাঁধানো অঁসম্বল স্টারকাস্টের বাকি অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়াও বহু বছর পর বলিউডে এমন কোনও ছবি তৈরি হতে চলেছে যাতে এত সব তারকার সমাগম হওয়ার পাশাপাশি যে ছবির প্রেক্ষাপট জুড়ে রয়েছে মাঝ সমুদ্র এবং এক বিলাসবহুল ক্রুজ। তবে ছবিজুড়ে শুধুই কমেডি নয়, তার সঙ্গে মিশে থাকবে থ্রিলারও।
সদ্য শুরু হয়েছে ‘হাউজফুল ৫’-এর শেষ দফার শুটিং। বুধবার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার তরফে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে শুটিং সেট থেকেই প্রযোজক সহ হাজির ছবির চোখ ধাঁধানো স্টারকাস্টের। কে কে রয়েছেন এই গ্রূপ-ফটোতে? একটি সিঁড়ির উপরের ধাপ থেকে একেবারে নীচের ধাপ পর্যন্ত দাঁড়িয়ে বসে রয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, ফরদিন খান, দিনো মোরিয়া, নানা পটেকর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকি শ্রফ, জনি লিভার, রঞ্জিত, জ্যাকলিন ফার্নান্ডেজ, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়ারা। এবং তাঁদের মাঝে মধ্যমণি হয়ে বসে রয়েছেন খোদ সাজিদ নাদিয়াদওয়ালা।
'হাউজফুল' সিরিজের পথ চলা শুরু হয়েছিল ২০১০-এ। এই সিরিজের একাধিক ছবিতে নানান নামী বলি-অভিনেতাকে দেখা গিয়েছে। এবারে এই গোটা সিরিজের পথ চলাকে উদ্যাপন করতে একটি বিশেষ গানের ভিডিও শ্যুট করা হয়েছে, যেখানে এই ছবির সব অভিনেতা-অভিনেত্রীদের একসঙ্গে দেখা যাবে। অন্ধেরির চিত্রকূট গ্রাউন্ডে চলতি মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত শুট হয়েছে এই গানের ভিডিওর। নৃত্য-পরিচালকের দায়িত্ব সামলেছেন রেমো ডি’সুজা।
 
 উল্লেখ্য, চলতি বছরেই লন্ডনে শুরু হয়ে গিয়েছিল 'হাউজফুল ৫'-এর শুটিং। জানা গিয়েছিল, এই ছবির শুটিংয়ের জন্য বিরাট এক বিলাসবহুল ক্রুজ ভাড়া করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা! লন্ডন থেকে ফ্রান্স, সেখান থেকে স্পেনের উপকূল ছুঁয়ে যা ফের ব্রিটেনে ফিরে নোঙর ফেলবে।
