সংবাদসংস্থা মুম্বই: বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফের ভাগ্য এখন আসন্ন ছবি 'বাঘি ৪'-এর হাতে। পরপর বক্স অফিসে ব্যার্থতার পর একপ্রকার 'ফ্লপ হিরো'র তকমা লেগেছিল টাইগারের গায়ে। 

 

তবে, টাইগার শ্রফের কেরিয়ার যে এখন নতুন মোড় নিতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল 'বাঘি ৪'-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই। অভিনেতা নিজেই সমাজ মাধ্যমে ছবির পোস্টার ভাগ করেছেন। ওই পোস্টারে তাঁকে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেতাকে। মুখে জলন্ত সিগারেট, হাতে রক্ত মাখা ধারাল অস্ত্র। চোখেমুখে রহস্য। তাঁর সামনে লুটিয়ে রয়েছে কিছু নিথর দেহ। টাইগারের এই লুক শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। 

 


'বাঘি ৩' ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বছর চারেকের বিরতির পর আসছে 'বাঘি ৪'। পরিচালক এ হর্ষা সোমবার থেকে টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করলেন। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বরে মুক্তি পাবে এই ছবি। তবে প্রথম ঝলক সামনে আসতেই সমালোচকরা টাইগারের লুকের সঙ্গে 'অ্যানিম্যাল'-এর রণবীর কাপুরের খল চরিত্রের সঙ্গে মিল খুঁজে নানা মন্তব্য করছেন।