সংবাদসংস্থা মুম্বই: বাবা সিদ্দিকিকে খুনের পর লরেন্স বিষ্ণোই-এর নিশানায় এখন সলমন খান। বার বার সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁদের তরফে।
কিছুদিন আগেই মুম্বই পুলিশের হোয়াটস অ্যাপ নম্বরে একটি নম্বর থেকে একাধিক বার্তা পাঠানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, "যদি সলমন খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান তাহলে তাঁকে ৫কোটি টাকা দিতে হবে। আর যদি সলমন তা না দেন তাহলে তাঁর হাল বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। এই বার্তাটিকে যেন হালকা চালে না নেওয়া হয়।"
এদিকে, লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরা সহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন। যদিও এখনও পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সলমনকে।
কিন্তু, এবার নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত 'ভাইজান'ও। তার মাঝেই আগামী ছবি 'সিকান্দর'-এর শুটিং শুরু করলেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি 'গজনি'-এর পরিচালক এ আর মুরুগাদোস। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে সলমন কড়া নিরাপত্তায় শুরু করেছেন শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর জুন মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
