বলিউড সুপারস্টার সলমন খান ফের একবার চর্চায়। সম্প্রতি তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যেখানে তাঁকে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে। নীল রঙের জহর কোট ও সাদা শার্টে সলমাকে দেখে অনেকেই আন্দাজ করছেন, এটা কি 'বিগ বস ১৯'-এর জন্য তাঁর প্রস্তুতি? নাকি তিনি এবার রাজনীতির ময়দানে নামছেন?

 


ছবিটি ইনস্টাগ্রামে ভাগ করার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। সলমনকে এদিন দেখা যায় দু'হাত তুলে নমস্কারের ভঙ্গিতে একটি মঞ্চের উপর দাঁড়িয়ে থাকতে। যদিও ছবিতে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন 'ভাইজান'।‌ তাই তাঁর মুখ স্পষ্ট নয়।‌ তাঁর সামনে বিশাল জনসমাবেশ। হাতে শ্বেত পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন শয়ে শয়ে মানুষ। এই ছবিটি ভাগ করে অভিনেতা লেখেন, 'এক নতুন ময়দানে দেখা হতে চলেছে।'

 


ফলে অনেকেই ধরে নিচ্ছেন, তিনি হয়তো কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বা ভবিষ্যতে রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিচ্ছেন তিনি।সলমনের এই পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেছেন, 'এটা কি নতুন কোনও রাজনৈতিক ঘোষণার পূর্বাভাস?' অন্যদিকে কেউ লিখেছেন, 'বিগ বস ১৯-এর জন্য শ্যুটিং শুরু হয়ে গেল?'

তবে সলমনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তিনি বর্তমানে তাঁর আসন্ন ছবি ও অন্যান্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। সলমনের এই নতুন লুক ও ভঙ্গি দেখে যেমন অনুরাগীরা চমকে গিয়েছেন, তেমনই তাঁর রাজনৈতিক অভিলাষ নিয়েও নানা রকম আলোচনা শুরু হয়েছে। সত্যিই এই পোস্টের পিছনে কোনও রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে কিনা, তা ভাবতে ভাবতেই জানা গেল, বিগ বস ১৯-এ এই রূপে ধরা দেবেন তিনি। ইতিমধ্যেই সামনে এল‌ শো-এর টিজার। 

 


প্রসঙ্গত, 'বিগ বস'-এর নতুন সিজনের জন্য অপেক্ষায় থাকেন দর্শক।‌ নতুন প্রতিযোগীদের দ্বন্দ্ব, নতুন খেলা, নতুন নিয়ম সব মিলিয়ে আরও জমজমাট হতে চলেছে 'বিগ বস ১৯'। প্রথমে শোনা গিয়েছিল এই সিজনের সঞ্চালকের ভূমিকায় নাকি দেখা যাবে না সলমন খানকে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন 'ভাইজান'। 'বিগ বস'-এর নতুন সিজনের সঞ্চালকের দায়িত্ব সামলাবেন তিনিই।‌

 

আরও পড়ুন: হু হু করে কমছিল ওজন, মাত্র দু'বছরের সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিনেত্রী! কী হল তারপর?

 

আগামী ৩ আগস্ট থেকেই শুরু হবে টেলিভিশনের পর্দায় বিগবস নতুন সিজনের জার্নি, এমনটাই গুঞ্জন। একইসঙ্গে পুরনো সিজনের নানা বিষয় ফিরিয়ে এনে এই শো আরও চমকপ্রদ করার ভাবনা রয়েছে শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থার তরফে। প্রতিবারের মতো এবারও এই শো এগোবে নতুন একটি থিমে। এবারের থিমের নাম হল 'রিওয়াইন্ড', অর্থাৎ পুণরায় শুরু। একইসঙ্গে নাকি 'বিগ বস' শো এর পুরনো সিজনের তুলনায় দীর্ঘ হবে বলেই শোনা যাচ্ছে। 

 

অন্যদিকে, অনুরাগীরা সলমনকে পরবর্তীতে দেখতে পাবেন, অপূর্ব লাখিয়া পরিচালিত 'ব্যাটল অফ গলওয়ান' নামক ছবিতে। বহুল প্রতীক্ষিত এই ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘটিত গলওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির জন্য কঠোর পরিশ্রম করছেন বলিউডের 'ভাইজান'। শারীরিক পরিবর্তনের পাশাপাশি ডায়েটেও পরিবর্তন এনেছেন সলমন। রেখেছেন মোটা গোঁফ। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির প্রথম পোস্টার। যা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। 

 


এদিকে, বিষ্ণোই দলের তরফে প্রাণনাশের হুমকির পর থেকে বেড়েছে সলমনের নিরাপত্তা। ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তায় সর্ব ক্ষণ থাকতে হয় তাঁকে। সারাক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছাড়াও সর্ব ক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবল। সলমনের নিরাপত্তার চিন্তায় কপালে ভাঁজ তাঁর পরিবার-পরিজনেরও। সম্প্রতি তাঁর খোলা বারান্দায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। এত সুরক্ষার মাঝে থাকতে থাকতে তিনি ক্লান্ত, নিজেই স্বীকার করেছেন সলমন।