সংবাদ সংস্থা মুম্বই: বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে চড়াও হয়েছিল একদল দুষ্কৃতী। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে, এমনই জানা গিয়েছে। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। আবাসনে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে।’’

 

জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর সইফ আলি খানের শরীর থেকে বের করা হয়েছে ভাঙা ছুরির অংশ। এখন কেমন আছেন সইফ? বলি-তারকার টিমের তরফে পেশ করা হয়েছে একটি বিবৃতি। তাতে জানানো হয়েছে অস্ত্রোপচার শেষ হয়েছে। বিপদ কেটেছে সইফের। এইমুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সইফের পরিবারের সবাই সুস্থ রয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

এরপরেই বলি-তারকার দলের তরফে ধন্যবাদ জানানো হয়েছে চিকিৎসকদের –“আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, ডঃ নীরজ উট্টামানি, ডঃ নীতিন ডাঙ্গে, ডঃ লীনা জৈন এবং লাবতী হাসপাতালের কর্মচারীদের। ধন্যবাদ জানাই অভিনেতার অনুরাগী এবং শুভাকাঙ্খীদের যাঁরা এই কঠিন সময়ে তাঁর জন্য প্রার্থনা করেছেন ও পাশে থেকেছেন।”