সংবাদসংস্থা মুম্বই: মুক্তির অপেক্ষায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারের থ্রিলার সিরিজ 'মিস্ত্রি'। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাম কাপুর ও মোনা সিং। যথারীতি জোর কদমে চলছে সিরিজের প্রচার। সেই প্রচার পর্ব থেকে এবার বাদ পড়লেন রাম। মোনা একাই করছেন প্রচার। রামের বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ কটূক্তি করার অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ‘মিস্ত্রি’ এবং জিও হটস্টার।

 


অভিযোগ, ওই সিরিজের প্রচারে এসে অসম্মানজনক মন্তব্য করেন রাম। সেই আপত্তিকর মন্তব্যে মিশে ছিল যৌনগন্ধী কটূক্তি। যা শুনে অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হন ‘মিস্ত্রি’র মার্কেটিং টিম ও ক্রু মেম্বারদের অনেকেই। এদিন টানা প্রচারের ফলে তিনি যে ক্লান্ত, একথা বোঝাতে গিয়ে অভিনেত্রী মোনা সিংহের পাশে বসে তিনি বলেন, "গণধর্ষিত হওয়ার মতো মনে হচ্ছে।" অভিনেতার এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েন তাঁর সহ-অভিনেতারা। তবে বিষয়টা এখানেই থামেনি। রাম কাপুরের মন্তব্যকে নিয়ে তোলপাড় পড়ে যায়।  

 


জানা যায়, ওই মন্তব্য করেই থামেননি অভিনেতা। প্রচারের মাঝে লাগাতার আপত্তিকর মন্তব্য করেছেন। ফলে সিদ্ধান্ত নেওয়া হয়, সিরিজের পরবর্তী প্রচার পর্ব থেকে রামকে বাদ রাখা হবে। যদিও এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত মুখ খোলেননি রাম কাপুর।