সংবাদ সংস্থা মুম্বই: প্রেম দিবসে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাদনাতলায় বসলেন বলি-অভিনেতা প্রতীক বব্বর। তবে এই বিশেষ দিনে নিজের পরিবারকে কোনও আমন্ত্রণ জানাননি তিনি। বাবা রাজ বব্বর এবং সৎ ভাই ও সৎ দিদি আর্য, জুহি বব্বরকে যে আমন্ত্রণ জানাননি প্রতীক, সেই খবরে আগেই সিলমোহর দিয়েছিলেন খোদ আর্য। জানিয়েছিলে, গত ৬ মাস যাবৎ বব্বর পরিবারের মধ্যে সমস্যা চলছে এবং প্রতীক কেন এই বিয়ের অনুষ্ঠানে থেকে তাঁর পরিবারকে দূরে সরিয়ে রেখেছেন তার কারণ তিনি জানেন না। এবার ফের এই বিষয়ে মুখ খুললেন তিনি।
এখনও যে এই ঘটনাটি থেকে পাওয়া কষ্ট তাঁকে ছেড়ে যায়নি সেকথা স্পষ্ট করে জানিয়েছেন আর্য। সঙ্গে জানান, তাঁর বরাবরের বিশ্বাস ছিল প্রতীক ও তাঁর ভাতৃত্বের বন্ধন অটুট। তবে ভাইকে সরাসরি দোষারোপ না করলেও তাঁর সন্দেহ, এই পুরো ব্যাপারটি প্রতীক ঘটিয়েছে অন্য কারও বুদ্ধিতে। এরপরেই আর্যর কটাক্ষ, “আমার বাবার দু’টো বিয়ে, প্রতীকের দু'টো বিয়ে। এমনকী, আমার পোষা কুকুরেও দু'টো বান্ধবী!”
প্রতীকের সৎ দিদি জুহি-ও যে এই গোটা বিষয়ে অভিমান করেছেন, তা তাঁর কথা থেকেই স্পষ্ট । তবে তাঁর সন্দেহ, প্রতীকের এই কাজের নেপথ্যে রয়েছে অন্য কারও অভিসন্ধি! জুহির কথায়, “এইমুহূর্তে প্রতীকের আশপাশে এমন একজন রয়েছেন, যাঁরা ওকে নাচাচ্ছেন। সেই ব্যক্তির নাম আমরা সমক্ষে আনতে চাই না। কারণ এই গোটা বিষয়ের মাঝে পড়ে প্রতীকের উপর চাপ সৃষ্টি হোক, এমনটা আমরা কখনওই চাই না। কারণ, তাতে কোনও লাভ হবে না কারও। আর একটা কথা স্পষ্ট করে দেওয়া ভাল, আমরা কিন্তু কোনওভাবেই সেই ব্যক্তির মধ্যে প্রিয়ার কথা বলছি না। প্রিয়া খুব ভাল মেয়ে।...”
