সংবাদসংস্থা মুম্বই: তিনি বলিউডে বর্তমান প্রজন্মের হার্টথ্রব। অন্যতম জনপ্রিয় অভিনেতা। কার্তিক আরিয়ান। চলতি বছর এককথায় দুর্দান্ত কেটেছে কার্তিক আরিয়ানের। চন্দু চ্যাম্পিয়ন বক্স অফিসে সাফল্য আদায় করার পাশাপাশি সমালোচকদের বাধ্য করেছিল ভূয়সী প্রশংসা করতে। এরপর ‘ভুল ভুলাইয়া ৩’-ও লেটার মার্কস নিয়ে পাশ করেছে। তবে বছর শেষের আগেই বিতর্কের মুখোমুখি এই বলি-অভিনেতা। প্রশ্ন উঠল তাঁর মানসিকতা নিয়ে। এবং ওঠালেন অভিনেতার এক সময়ের বন্ধু তথা বলি-প্রযোজক সন্দীপ সিং। মেরি কম ছবির প্রযোজকের জোরালো দাবি, তারকা হওয়ার পর ধরাকে সরা মনে করছেন কার্তিক! তাঁর আরও দাবি, জনপ্রিয়তা মাথা ঘুরিয়ে দিয়েছে চন্দু চ্যাম্পিয়ন -এর নায়কের।
এক সাক্ষাৎকারে সন্দীপ সিং জানান, দীর্ঘ সময় জুড়ে তিনি ও কার্তিক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে ওঠাবসা থেকে খাওয়াদাওয়া, হুল্লোড় করা সবকিছুই একসঙ্গে করতেন তাঁরা। সন্দীপের দাবি, ভূষণ কুমার, রমেশ তৌরানির মতো বলিউডের প্রথম সারির সব প্রযোজকদের সঙ্গে কার্তিকের আলাপ করিয়েছিলেন তিনি। আর সেই কার্তিক-ই বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁকে পাত্তা দিচ্ছেন না। একপ্রকার ভুলেই গিয়েছেন। তাঁর ফোন তোলেন না, বার্তারও জবাব দেন না। তাই তো সন্দীপ বললেন, “যখন ব্যর্থতার মধ্যে দিয়ে ও যাচ্ছিল তখন আমার আঙ্গুল ধরে ধরে এগোত। আর সাফল্য পাওয়ার পরে ওঁর ফোন নম্বর একই থাকলেও বদলে গিয়েছে ও নিজেই!”
কথাশেষে সন্দীপ জানান, তাঁর তরফে কার্তিককে ফোনে পাঠানো শেষ বার্তা যাতে লেখা ছিল, “বেলুন যখন ফুলেফেঁপে ওঠে তখন সে ভুলে যায় তাঁর আগের অবস্থার কথাl” তবে আজও আশা ছাড়েননি সন্দীপ। তাঁর আশা, হয়ত ভবিষ্যতে কার্তিক নিজে থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করবেন এবং একসঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করবেন। উল্লেখ্য, 'মেরি কম' ছাড়াও 'ঝুন্ড', 'আলিগড়', 'সরবজিৎ' -এর মতো একাধিক জনপ্রিয় ও প্রশংসিত ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন সন্দীপ সিং।
