সংবাদ সংস্থা মুম্বই: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। গোবিন্দার দাম্পত্য বেশ কিছুদিন হল খাদের কিনারে। এর মধ্যে বলিপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দার বিবাহ-বহির্ভূত সম্পর্ক।

 

 

সাধারণত,যে কোনও রিয়্যালিটি শো-তে জুটিতে হাজির হন গোবিন্দা-সুনীতা। গত বেশ কিছু সময় ধরে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না। পাশাপাশি গোবিন্দাকে ছাড়াই তাঁর স্ত্রী একাধিক সাক্ষাৎকার দিচ্ছেন। এবং করছেন বিস্ফোরক সব দাবি! যেমন একটি সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানান, গোবিন্দা আর তাঁদের সঙ্গে এখন থাকেন না। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উলটো দিকে নিজের বাংলোয় একা থাকেন হিরো নম্বর ওয়ান। ফিসফাস, বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে।  

 

 

সাক্ষাৎকারে সুনীতার মুখে গোবিন্দার প্রসঙ্গে আরও শোনা যায়, “এখন ওর বয়স ৬০। হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকে। এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছি।” সুনীতার এই মন্তব্যের পরেই উঠেছিল বিতর্কের ঝড়। নিন্দুকরা বলছেন, নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু। তবে গোবিন্দা অথবা সুনীতা-কারওর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সবটাই এখনও পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।